চট্টগ্রাম শুক্রবার, ১৬ জানুয়ারি, ২০২৬

সর্বশেষ:

মহেশখালীতে বেশি দামে এলপিজি বিক্রি, ৩ ব্যবসায়ীকে জরিমানা

মহেশখালীতে বেশি দামে এলপিজি বিক্রি, ৩ ব্যবসায়ীকে জরিমানা

মহেশখালী সংবাদদাতা

১৬ জানুয়ারি, ২০২৬ | ১০:০৫ অপরাহ্ণ

কক্সবাজারের মহেশখালীতে বাড়তি দামে এলপিজি গ্যাস সিলিন্ডার বিক্রির দায়ে তিন ব্যবসায়ীকে ৫,৪০০ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

আজ শুক্রবার (১৬ জানুয়ারি) এই অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আবু জাফর মজুমদার।

তিনি বলেন, সরকার নির্ধারিত দামের চেয়ে বাড়তি দামে এলপিজি গ্যাস সিলিন্ডার বিক্রি করায় ৩ ব্যবসায়ীকে ৫ হাজার ৪শ টাকা জরিমানা করা হয়েছে। একইসঙ্গে সরকার নির্ধারিত দামের চেয়ে বাড়তি দামে যেন গ্যাস বিক্রি করা না হয় সে বিষয়ে অন্য গ্যাস বিক্রেতাদের সতর্ক করা হয়েছে। জনস্বার্থে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।

 

পূর্বকোণ/এএইচসি/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট