
কক্সবাজারের টেকনাফে ডাকাতের গুলিতে সুমাইয়া আকতার (১৯) নামে এক তরুণী নিহত হয়েছেন। শুক্রবার (১৬ জানুয়ারি) রাত ৮টার দিকে বাহারছড়া ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের নোয়াখালীয়াপাড়ায় এই ঘটনা ঘটে। নিহত সুমাইয়া আক্তার ওই এলাকার বাসিন্দা আবু বক্কর সিদ্দিকের মেয়ে।
স্থানীয় বাসিন্দা বাদশা মিয়া বলেন, শুক্রবার সন্ধ্যায় একদল সশস্ত্র ডাকাত নোয়াখালীপাড়ায় ডাকাতি ও অপহরণের উদ্দেশ্যে আসে। এ সময় স্থানীয় লোকজন বাধা দিলে ডাকাতদল তাদের লক্ষ্য করে বেপরোয়া গুলিবর্ষণ করে। ডাকাতের ছোড়া গুলিতে সুমাইয়া আকতার নামে ওই তরুণী গুলিবিদ্ধ হন। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বাহারছড়া তদন্ত কেন্দ্রের পুলিশ পরিদর্শক দুর্জয় বিশ্বাস বলেন, নোয়াখালীয়া পাড়া এলাকায় এক তরুণী গুলিবিদ্ধ হয়ে নিহত হওয়ার খবর পেয়েছি। পুলিশ ঘটনাস্থলে গিয়েছে।
পূর্বকোণ/এএইচসি/পারভেজ