
গৃহায়ন ও গণপূর্ত, শিল্প এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান বলেছেন- যারা দেশ ছেড়ে পালিয়েছে তারাই নির্বাচন নিয়ে ষড়যন্ত্র ও বানচালের চেষ্টা করছে।
এদের বিষয়ে জনগণকে সজাগ থাকতে হবে যাতে ফ্যাসিবাদীরা আবারো দেশে স্থান করে নিতে না পারে।
আজ শুক্রবার সকালে বান্দরবানে গণভোটের প্রচার, উঠান বৈঠক ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের প্রকল্প পরিদর্শন শেষে তিনি সাংবাদিকদের এ কথা বলেন।
উপদেষ্টা বলেন, একটি সুষ্ঠ সুন্দর নির্বাচন উপহার দেওয়ার জন্য সরকার বদ্ধপরিকর। দেশে যাতে কোনোভাবেই ফ্যাসিবাদ আর তৈরি হতে না পারে সেজন্য সবাইকে গণভোটে অংশ নিতে হবে। পার্বত্য চট্টগ্রাম প্রসঙ্গ নিয়ে তিনি উপদেষ্টা বলেন পাহাড়ের তৃণমূল উন্নয়ন ও পানি সমস্যা নিয়ে সরকার কাজ করে যাচ্ছে। এ সময় উপদেষ্টার সাথে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের সচিব রেজাউল মাকছুদ জাহিদী, বান্দরবানের জেলা প্রশাসক শামীম আরা রিনি, পুলিশ সুপার মোঃ আবদুর রহমান প্রমুখ। এছাড়া সরকারের বিভিন্ন বিভাগের কর্মকর্তা ও প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। উপদেষ্টা স্থানীয় সরকার বিভাগের বিভিন্ন প্রকল্প পরিদর্শন করেন এর আগে চড়ুই পাড়া এলাকায় বেলুন উড়িয়ে ভোটের গাড়ির নির্বাচন প্রচার-প্রচারণার উদ্বোধন করেন।
পূর্বকোণ/মিনার/এএইচ