
ট্রাম্প প্রশাসনের এক শীর্ষ কর্মকর্তার সঙ্গে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের একটি গুরুত্বপূর্ণ টেলিবৈঠক অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৬ জানুয়ারি) সকাল ৯টায় অনুষ্ঠিত এই টেলিবৈঠকে যুক্তরাষ্ট্রের ইউএস ট্রেড রিপ্রেজেনটেটিভ (ইউএসটিআর) জেমিসন গ্রিয়ার অংশ নেন।
প্রায় আধা ঘণ্টাব্যাপী এই বৈঠকে দ্বিপক্ষীয় বাণিজ্য ও ট্রেড নেগোসিয়েশন–সংক্রান্ত বিভিন্ন বিষয় আলোচনায় উঠে আসে।
বৈঠকের একপর্যায়ে জেমিসন গ্রিয়ার জানতে চান, চলমান ট্রেড নেগোসিয়েশন নিয়ে তারেক রহমানের অবস্থান কী এবং বাংলাদেশ সরকারের পক্ষ থেকে যে আলোচনা পরিচালিত হয়েছে, সে বিষয়ে বিএনপির মনোভাব কী।
জবাবে তারেক রহমান স্পষ্টভাবে জানান, সরকার যে নেগোসিয়েশন পরিচালনা করেছে, সে বিষয়ে তাদের সম্মতি রয়েছে।
তিনি জানান, সরকার যেভাবে আলোচনা এগিয়ে নিয়েছে, তাতে বিএনপির কোনো দ্বিমত বা আপত্তি নেই।
বিএনপি চেয়ারম্যানের পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবীর টেলিবৈঠকের বিষয়টি নিশ্চিত করেছেন। তবে বৈঠকের বিস্তারিত বিষয়ে তিনি মন্তব্য করতে রাজি হননি।
কূটনৈতিক সূত্রগুলো বলছে, এই টেলিবৈঠক বিশেষ তাৎপর্যপূর্ণ। উল্লেখযোগ্য বিষয় হলো, এই মুহূর্তে তারেক রহমানের কোনো সরকারি পদ নেই। সে বিবেচনায় ট্রাম্প প্রশাসনের শীর্ষ বাণিজ্য কর্মকর্তার সঙ্গে এই বৈঠক রাজনৈতিক ও কূটনৈতিকভাবে গুরুত্বপূর্ণ বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
বৈঠকে উপস্থিত ছিলেন— ব্রেন্দা লিঞ্চ- অ্যাসিসট্যান্ট ইউএস ট্রেড রিপ্রেজেনটেটিভ সাউথ অ্যান্ড সেন্ট্রাল এশিয়া; এমিলি আশবী- ডিরেক্টর ফর সাউথ অ্যান্ড সেন্ট্রাল এশিয়া; রিক সুইজার- ডেপুটি অ্যাসিস্ট্যান্ট ট্রেড রিপ্রেজেনটেটিভ; স্যাম মুলোপলাস- ইউএসটিআর চিফ অব স্টাফ; ডি. আর সেকিঞ্জার- সিনিয়র পলিসি অ্যাডভাইজার টু দ্য ডেপুটি ইউএসটিআর।
পূর্বকোণ/এএইচ