চট্টগ্রাম বৃহষ্পতিবার, ১৫ জানুয়ারি, ২০২৬

সর্বশেষ:

বিসিবির অর্থ কমিটি থেকে নাজমুল ইসলামকে অব্যাহতি

বিসিবির অর্থ কমিটি থেকে নাজমুল ইসলামকে অব্যাহতি

অনলাইন ডেস্ক

১৫ জানুয়ারি, ২০২৬ | ৫:৩৪ অপরাহ্ণ

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) অর্থ কমিটির থেকে পরিচালক এম নাজমুল ইসলামকে অব্যাহতি দেয়া হয়েছে। সাম্প্রতিক সময়ে বোর্ড ও ক্রিকেটারদের মধ্যে চলমান উত্তেজনার মধ্যেই এই সিদ্ধান্ত এলো, যা বাংলাদেশ ক্রিকেটে নতুন মাত্রা যোগ করেছে।

জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবালকে ভারতীয় দালাল বলে মন্তব্যের পর গতকাল ক্রিকেটারদের পারফরম্যান্স নিয়ে কড়া সমালোচনা করেছিলেন বিসিবি পরিচালক এম নাজমুল ইসলাম। এমন বিতর্কিত মন্তব্যের জেরে তার পদত্যাগের দাবি জানায় ক্রিকেটাররা, করেছেন বিপিএলের মতো ফ্লাগশিপ টুর্নামেন্টের ম্যাচ বয়কট।

ক্রিকেটারদের অনড় দাবির মুখে প্রেক্ষিতে এম নাজমুল ইসলামকে বিসিবির অর্থ কমিটির সঙ্গে সংশ্লিষ্ট সব ধরনের দায়িত্ব থেকে সরিয়ে দেয়া হয়েছে। এর আগে, ক্রিকেটারদের আয়ের উৎস ও ভূমিকা নিয়ে তার বক্তব্য ব্যাপক সমালোচনার জন্ম দেয়। সেই প্রেক্ষাপটে কোয়াব, জাতীয় দলের ক্রিকেটার এবং অধিনায়করা প্রকাশ্যে ক্ষোভ জানান এবং তার পদত্যাগের দাবিও ওঠে।

অর্থ কমিটি বিসিবির অন্যতম গুরুত্বপূর্ণ কমিটি হিসেবে বিবেচিত। বোর্ডের আয়-ব্যয়, স্পন্সরশিপ, আইসিসি থেকে প্রাপ্ত অর্থ বণ্টনসহ গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত এই কমিটির মাধ্যমেই হয়ে থাকে। অর্থ বিভাগের চেয়ারম্যানের দায়িত্ব থেকে সরিয়ে দেয়া হলেও বোর্ড পরিচালক পদে তিনি বহাল থাকছেন বলে জানা গেছে।

পূর্বকোণ/কায়ছার 

শেয়ার করুন