চট্টগ্রাম বৃহষ্পতিবার, ১৫ জানুয়ারি, ২০২৬

সর্বশেষ:

ফটিকছড়িতে কৃষি জমির মাটি কাটায় দুজনকে ৫ লাখ টাক জরিমানা

ফটিকছড়িতে কৃষি জমির মাটি কাটায় দুজনকে ৫ লাখ টাকা জরিমানা

ফটিকছড়ি সংবাদদাতা

১৫ জানুয়ারি, ২০২৬ | ৩:২০ অপরাহ্ণ

চট্টগ্রামের ফটিকছড়িতে কৃষি জমি থেকে অবৈধভাবে মাটি কাটার বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। মাটি কাটার সময় হাতেনাতে দু’জনকে আটক করে ৫ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

 

বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) সকালে পাইন্দং ইউনিয়নের ১ নং ওয়ার্ডের জুগনিঘাটা ব্রিজ সংলগ্ন এলাকায় এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মুহাম্মদ নজরুল ইসলাম।

 

তিনি জানান, মাটি কাটার খবর পেয়ে অভিযান চালিয়ে মো. আলমগীর ও মুহাম্মদ হাবিবুল্লাহ নামে দু’জনকে আটক করা হয়। পরে আলমগীরকে সাড়ে ৩ লাখ টাকা ও হাবিবুল্লাহকে দেড় লাখ টাকা জরিমানা করা হয়েছে। সেই সাথে দণ্ডপ্রাপ্ত দুইজন ভবিষ্যতে এ ধরণের কাজ আর করবেনা মর্মে মুচলেকা প্রদান করেন।

 

অভিযানে ফটিকছড়ি সদর ইউনিয়ন ভূমি অফিসের ইউনিয়ন ভূমি উপ-সহকারী কর্মকর্তা শাহানাজ পারভীনসহ সংশ্লিষ্ট অনেকে উপস্থিত ছিলেন।

পূর্বকোণ/পিআর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট