চট্টগ্রাম বুধবার, ১৪ জানুয়ারি, ২০২৬

সর্বশেষ:

পঞ্চম দিনের আপিলে প্রার্থিতা ফিরে পেলেন আরও ৭৩ প্রার্থী 

পঞ্চম দিনের আপিলে প্রার্থিতা ফিরে পেলেন আরও ৭৩ প্রার্থী 

অনলাইন ডেস্ক

১৪ জানুয়ারি, ২০২৬ | ৮:২৬ অপরাহ্ণ

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র বাছাইয়ে রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে করা আপিল শুনানির পঞ্চম দিনে প্রার্থিতা ফিরে পেলেন আরও ৭৩ জন প্রার্থী। 

বুধবার (১৪ জানুয়ারি) আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত পঞ্চম দিনের আপিল শুনানি অনুষ্ঠিত হয়। 

নির্বাচন কমিশন জানায়, পঞ্চম দিনে ২১১ থেকে ৩১০ নম্বর পর্যন্ত মোট ১০০ জনের করা আপিলের শুনানি অনুষ্ঠিত হয়। এর মধ্যে ৭৩ জনের মনোনয়ন বৈধ, ১৭ জনের মনোনয়ন বাতিল বহাল এবং ১০ জনের মনোনয়ন স্থগিত করা হয়।

এ নিয়ে পাঁচ দিনে ৩৮০ জনের করা আপিলের শুনানি হয়েছে। এর মধ্যে ২৭৭ জনের মনোনয়ন মঞ্জুর হয়েছে, নামঞ্জুর হয়েছে ৮১ জনের আর স্থগিত রয়েছে ২৩ জনের মনোনয়ন।

আগামীকাল বৃহস্পতিবার ৩১১ থেকে ৪১০ নম্বর পর্যন্ত আপিলের শুনানি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

তফসিল অনুযায়ী, ১০ জানুয়ারি থেকে শুরু হওয়া এই আপিল নিষ্পত্তি কার্যক্রম চলবে ১৮ জানুয়ারি পর্যন্ত। প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ২০ জানুয়ারি। পরদিন ২১ জানুয়ারি চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করে প্রতীক বরাদ্দ দেবেন সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তারা।

 

পূর্বকোণ/এএইচসি/

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট