
চট্টগ্রাম নগরীতে ছুরিকাঘাতে পাঠাও চালক নিহতের ঘটনায় মো. শহীদুল ইসলাম খোকনকে (৪৫) গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার শহীদুল ইসলাম নোয়াখালী জেলার হাতিয়া থানার চরকিং ইউনিয়নের মৃত আবু তাহেরের ছেলে।
বিষয়টি নিশ্চিত করেছেন বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রহিম। তিনি জানান, ওজিয়র রহমান (৩৬) পেশায় একজন পাঠাও চালক। গত ১১ জানুয়ারি রাত ১২টায় ওজিয়র রহমান শহীদুল ইসলাম খোকনকে কোথাও যাবে কিনা জিজ্ঞেস করেন। এসময় শহীদুল ইসলাম তাকে বলেন, সে কোথাও যাবে না, তাকে ইয়াবা খেতে ৫’শ টাকা দিতে হবে। ওজিয়র তাকে ধাক্কা দিয়ে দ্রুত চলে যাওয়ার চেষ্টা করে। এসময় ওজিয়রকে পেটে ছুরিকাঘাত করে শহীদুল। শহীদুল এ অবস্থায় দ্রুত বাইক চালিয়ে বন্দর থানাধীন নতুন পোর্ট মার্কেট জামে মসজিদের বিপরীত পাশে বন্দর মোহাম্মদিয়া দাখিল মাদ্রাসার সামনে অজ্ঞান হয়ে যান। পরে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
তিনি আরও জানান, গতকাল মঙ্গলবার রাতে ডবলমুরিং থানা এলাকায় অভিযান চালিয়ে পাঠাও চালক হত্যায় জড়িত শহীদুল ইসলাম খোকনকে গ্রেপ্তার করা হয়েছে। এসময় তার কাছ থেকে একটি ছুরি ও হেলমেট উদ্ধার করা হয়। গ্রেপ্তার আসামির বিরুদ্ধে অস্ত্র ও মাদক আইনে ৫টি মামলা রয়েছে।
পূর্বকোণ/পিআর