চট্টগ্রাম বুধবার, ১৪ জানুয়ারি, ২০২৬

সর্বশেষ:

দাঁড়িপাল্লায় ভোট চাওয়ার ভিডিও ভাইরাল, জামায়াত প্রার্থী শাহজাহান চৌধুরীকে শোকজ

দাঁড়িপাল্লায় ভোট চাওয়ার ভিডিও ভাইরাল, জামায়াত প্রার্থী শাহজাহান চৌধুরীকে শোকজ

সাতকানিয়া সংবাদদাতা

১৪ জানুয়ারি, ২০২৬ | ৫:৪০ অপরাহ্ণ

চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া-লোহাগাড়া) আসনে জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী আলহাজ শাহজাহান চৌধুরীর পক্ষে ‘দাঁড়িপাল্লা’ প্রতীকে প্রকাশ্যে ভোট চাওয়ায় তাকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।

 

বুধবার (১৪ জানুয়ারি) ইলেক্ট্রোরাল এনকোয়ারি ও এডজুডিকেশন কমিটির চেয়ারম্যান এবং যুগ্ম জেলা ও দায়রা জজ রূপন কুমার দাশ এই শোকজ নোটিশ জারি করেন।

 

অভিযোগ সূত্রে জানা যায়, প্রতীক বরাদ্দের আগেই লোহাগাড়ার বড়হাতিয়ায় একটি ‘বার্ষিক প্রীতিভোজ’ অনুষ্ঠানে জামায়াত প্রার্থীর উপস্থিতিতে স্থানীয় জামায়াত আমির মো. জসিম উদ্দিন প্রকাশ্যে ভোট প্রার্থনা করেন। এই বক্তব্যের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে প্রচারিত হয়। ভোটগ্রহণের তারিখের তিন সপ্তাহ পূর্বেই প্রচারণায় নামা এবং প্রতীক বরাদ্দের আগে ভোট চাওয়া সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধির সরাসরি লঙ্ঘন।

 

এই ঘটনায় চট্টগ্রাম-১৫ আসনের বিএনপি মনোনীত প্রার্থীর সমন্বয়ক আসহাব উদ্দিন গত ১৩ জানুয়ারি এনকোয়ারি কমিটির কাছে লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগের প্রেক্ষিতে সে বিষয়ে ব্যাখ্যা দিতে শাহজাহান চৌধুরীকে আগামী ১৯ জানুয়ারি সকাল সাড়ে ১১টায় সাতকানিয়া চৌকি আদালতে সশরীরে উপস্থিত থাকতে নির্দেশ দেওয়া হয়েছে।

 

এছাড়া সাতকানিয়া থানার ওসিকে এই নোটিশ জারি করে দ্রুত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ প্রদান করা হয়েছে।

পূর্বকোণ/এএইচসি/পিআর 

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট