চট্টগ্রাম বুধবার, ১৪ জানুয়ারি, ২০২৬

সর্বশেষ:

খাগড়াছড়িতে ৫০ গণমাধ্যমকর্মীকে নির্বাচনকালীন সাংবাদিকতা প্রশিক্ষণ

খাগড়াছড়ি প্রতিনিধি

১৪ জানুয়ারি, ২০২৬ | ২:১৬ অপরাহ্ণ

খাগড়াছড়িতে দু‌‍’দিনব্যাপী নির্বাচনকালীন সাংবাদিকতাবিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৪ জানুয়ারি) সকালে খাগড়াছড়ি প্রেসক্লাবের উদোগে জেলা পরিষদ সম্মেলন কক্ষে এই কর্মশালা অনুুষ্ঠিত হয়। প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি)’র সহযোগীতায় এই কর্মশালায় জেলা-উপজেলা পর্যায়ে ৫০ জন গণমাধ্যমকর্মী অংশ নেন।

প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করেন খাগড়াছড়ি জেলা পরিষদ চেয়ারম্যান শেফালিকা ত্রিপুরা।

এতে প্রশিক্ষক ছিলেন ঢাকা মেইলের নির্বাহী সম্পাদক হারুন জামিল ও পিআইবি প্রশিক্ষক জিলহাজ উদ্দিন নিপুণ। এছাড়া খাগড়াছড়ি প্রেস ক্লাবের সভাপতি তরুণ কুমার ভট্টাচার্য, সাধারণ সম্পাদক এইচএম প্রফুল্লসহ খাগড়াছড়ির নয়টি উপজেলার সিনিয়র গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

কর্মশালায় খাগড়াছড়ি জেলা পরিষদের চেয়ারম্যান শেফালিকা ত্রিপুরা বলেন, এই প্রশিক্ষণ সাংবাদিকদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। বর্তমান সরকারের সমসাময়িক নির্বাচনী নিয়মনীতি মেনে কিভাবে সাংবাদিকতা করা প্রয়োজন এবং তা আগামীতে বাস্তব জীবনে কাজে লাগানো যাবে সে সম্পর্কে ধারণা পাবে।

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট