
আনোয়ারা উপজেলার রায়পুর গাউছিয়া হাশেমিয়া দাখিল মাদ্রাসার গভর্নিং বডি কমিটি অনুমোদন দিয়েছে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড। বোর্ডের রেজিস্ট্রার (প্রশাসন) অধ্যাপক ছালেহ আহমাদ স্বাক্ষরিত গত ১২ জানুয়ারি প্রজ্ঞাপনে এ অনুমোদন প্রদান করা হয়।
প্রজ্ঞাপন অনুযায়ী, গভার্ণিং বডির সভাপতি হিসেবে মোহাম্মদ ফয়সাল মিয়া এবং সদস্য সচিব হিসেবে মাদ্রাসার সুপার/ভারপ্রাপ্ত সুপার মনোনীত হয়েছেন।
এছাড়া কমিটিতে প্রতিষ্ঠাতা সদস্য ডা. শাহানা বেগম, দাতা সদস্য আবু ছাদেক চৌধুরী খোকন, অভিভাবক সদস্য মো. আব্দুল হাকিম, মো. ইউনুচ, মো. আখতারুজ্জামান, মুহাম্মদ আব্দুল মাবুদ, সংরক্ষিত মহিলা অভিভাবক সদস্য সাখাওয়াত সুলতানা, সাধারণ শিক্ষক সদস্য মুহাম্মদ আফাজ উদ্দিন মঞ্জু, মো. মহি উদ্দিন ও সংরক্ষিত মহিলা শিক্ষক সদস্য রোমেনা বেগম রয়েছেন। অনুমোদিত কমিটি প্রথম সভা অনুষ্ঠানের তারিখ থেকে পরবর্তী দুই বছরের জন্য কার্যকর থাকবে।
প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, কমিটি অনুমোদনের ৩০ দিনের মধ্যে প্রথম সভা আয়োজন করতে হবে এবং ওই সভায় একজন শিক্ষানুরাগী ব্যক্তিকে বিদ্যোৎসাহী সদস্য হিসেবে কো-অপ্ট করে বোর্ডকে অবহিত করতে হবে।
পূর্বকোণ/এএইচসি