
চট্টগ্রামের জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বলেছেন, আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন কেবল ক্ষমতার চেয়ারের বদল নয়, বরং এটি আগামীতে বাংলাদেশ কীভাবে পরিচালিত হবে তার একটি রূপরেখা।
মঙ্গলবার (১৩ জানুয়ারি) সাতকানিয়া উপজেলা পরিষদ মিলনায়তনে চট্টগ্রাম-১৪ ও ১৫ আসনের নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তাদের সাথে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এই মন্তব্য করেন।
ডিসি আরও বলেন, একটি নতুন বাংলাদেশ গড়তে নাগরিকদের ত্যাগ স্বীকারের মানসিকতা নিয়ে রাষ্ট্রের প্রতি শ্রদ্ধাশীল হতে হবে এবং সকলের সম্মিলিত প্রচেষ্টায় একটি আন্তর্জাতিক মানসম্পন্ন নির্বাচন নিশ্চিত করা হবে।
নির্বাচন কর্মকর্তাদের উদ্দেশ্যে তিনি বলেন, কোনো প্রকার ভয় বা চাপের কাছে নতি স্বীকার না করে বিবেক দিয়ে নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করতে হবে। যারা সংস্কারের মাধ্যমে একটি নতুন দেশ দিয়েছে, তাদের সুন্দরভাবে ভোটাধিকার প্রয়োগের সুযোগ করে দেওয়া প্রশাসনের প্রধান লক্ষ্য।
অনুষ্ঠানে পুলিশ সুপার মো. নাজির আহমেদ খাঁন হুঁশিয়ারি দিয়ে বলেন, পেশিশক্তি প্রদর্শনকারী, সন্ত্রাসী এবং অবৈধ অস্ত্রধারীদের কোনো ছাড় দেওয়া হবে না। এছাড়া ঝুঁকিপূর্ণ কেন্দ্র চিহ্নিত করা হয়েছে এবং ফেসবুকে অপপ্রচারকারীদের আইনের আওতায় আনা হবে বলেও জানান তিনি।
কর্ণেল মাহমুদুন নবী জানান, অপরাধীদের ধরতে এবং অবৈধ অস্ত্র উদ্ধারে সেনাবাহিনীর বিশেষ অভিযান অব্যাহত থাকবে।সভায় চট্টগ্রামের বিভিন্ন উপজেলার নির্বাহী কর্মকর্তা এবং বিচার বিভাগীয় উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
পূর্বকোণ/এএইচসি/আরআর