
মিরসরাইয়ের বারইয়ারহাট-রামগড় সড়কের বাদামতলা এলাকায় বরযাত্রীবাহী মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে পড়ে একজন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও ৫ জন।
মঙ্গলবার (১৩ জানুয়ারি) দুপুরে উপজেলার ধুম ইউনিয়নের শান্তিরহাট থেকে হিঙ্গুলী ইউনিয়নের ইসলামপুর এলাকায় বিয়ের অনুষ্ঠানে যাওয়ার পথে এই দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানান, মাইক্রোবাসটির অতিরিক্ত গতি ছিল। হঠাৎ সড়কের পাশে নামিয়ে দেয় গাড়িটি। চালক দরজা খুলে লাফ দিয়ে নেমে যায়। এ সময় গাড়িতে প্রায় ১৫ জন মানুষ ছিল। ঘটনাস্থলে কনের নানী ফাতেমা বেগম (৫৫) নিহত হন ও বেশ কয়েকজন আহত হন। আহতদের স্থানীয় বিএম হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়৷
প্রত্যক্ষদর্শী শাহজাহান জানান, আমি রাস্তার পাশে দাঁড়িয়ে ছিলাম। দুটি মাইক্রো একসাথে আসতেছিল। হঠাৎ কালো রঙের গাড়িটি সড়কের পাশে নামিয়ে দিয়ে চালক লাফ দিয়ে নেমে যায়। গাড়িটির অতিরিক্ত গতি ছিল। অতিরিক্ত গতির কারণে গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে সড়কের পাশে নামিয়ে দেয় চালক।
জোরারগঞ্জ থানার উপ-পরিদর্শক মো. হাবিব বলেন, দুর্ঘটনার কথা আপনার মাধ্যমে জানতে পারলাম। ঘটনাস্থলে এখনই আমাদের টিম পাঠাচ্ছি।
পূর্বকোণ/সাদমান/এএইচ