চট্টগ্রাম মঙ্গলবার, ১৩ জানুয়ারি, ২০২৬

সর্বশেষ:

‌‘স্লুইসগেট নির্মাণে চাঁদাবাজি’, আনোয়ারায় ১০ মামলার আসামি ট্যাটু সোহেল গ্রেপ্তার

আনোয়ারা প্রতিনিধি

১৩ জানুয়ারি, ২০২৬ | ৪:১১ অপরাহ্ণ

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় কান্দরিয়া খালের ওপর নির্মাণাধীন স্লুইস গেটের কাজে চাঁদা দাবির অভিযোগে চাঁদাবাজি, সন্ত্রাস ও ছিনতাইসহ ১০টিরও বেশি চাঞ্চল্যকর মামলার পলাতক আসামি মো. সোহেল ওরফে ট্যাটু সোহেল (২৮)কে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার দিবাগত রাতে উপজেলার চাতরী ইউনিয়নের মহতরপাড়া গ্রামের শরীফ মেম্বারের বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, গ্রেপ্তার সোহেল স্থানীয় রবিউল হোসেনের ছেলে এবং এলাকায় একজন চিহ্নিত সন্ত্রাসী হিসেবে পরিচিত।

থানা সূত্রে জানা গেছে, স্লুইসগেট নির্মাণ কাজ শুরুর পর থেকে সোহেল ও তার সহযোগীরা ঘটনাস্থলে এসে ২৫ লাখ টাকা ও একটি মোটরসাইকেল চাঁদা দাবি করে আসছিল। দাবিকৃত চাঁদা না দেওয়ায় গত ৫ জানুয়ারি তারা নির্মাণস্থলে গিয়ে নির্মাণসামগ্রী ছড়িয়ে ছিটিয়ে ফেলে এবং শ্রমিকদের মারধর করে ত্রাস সৃষ্টি করে। এ ঘটনায় দায়িত্বরত মো. শাহিন খান বাদী হয়ে মো. সোহেল (২৮), মো. হাছান (২৪)সহ অজ্ঞাত আরও দুইজনের বিরুদ্ধে আনোয়ারা থানায় একটি মামলা দায়ের করেন।

আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জুনায়েত চৌধুরী বলেন, সোমবার রাতে অভিযান চালিয়ে আনোয়ারা থানার একটি টিম তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। মামলার অন্যান্য আসামিদের গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে।

পূর্বকোণ/সুমন/এএইচ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট