চট্টগ্রাম মঙ্গলবার, ১৩ জানুয়ারি, ২০২৬

সর্বশেষ:

বন্দুক নিয়ে ঘরে অবস্থান করছিল সাজাপ্রাপ্ত আসামি, ধরল পুলিশ

লামা-আলীকদম সংবাদাতা

১৩ জানুয়ারি, ২০২৬ | ২:৩০ অপরাহ্ণ

বান্দরবানের লামায় একনলা বন্দুকসহ সাজাপ্রাপ্ত আসামি কাইংপা মুরুংকে (৪৯) গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার (১৩ জানুয়ারি) দিবাগত রাত ২টায় উপজেলার চংবট মুরুং পাড়ায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

আসামি কাইংপা চংবট মুরুং পাড়ার মৃত বাংলাই মুরুংয়ের ছেলে।

বিষয়টি নিশ্চিত করেছেন লামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ শাহজাহান কামাল।

তিনি জানান, অস্ত্রসহ আসামি ঘরে অবস্থান করছে মঙ্গলবার গভীররাতে চংবট পাড়ায় অভিযান চালানো হয়। এ সময় আসামি কাইংপাকে গ্রেপ্তার। পরে তার ঘর থেকে একটি একনলা বন্দুক উদ্ধার করা হয়। গ্রেপ্তার আসামির বিরুদ্ধে দুটি মামলা রয়েছে। এছাড়া তার বিরুদ্ধে একটি মামলায় ৫ বছরের সাজা রয়েছে। আসামিকে লামা থানায় হস্তান্তর করা হয়েছে।

পূর্বকোণ/রফিক/এএইচ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট