চট্টগ্রাম মঙ্গলবার, ১৩ জানুয়ারি, ২০২৬

ফটিকছড়িতে চাঁদাবাজির সময় র‌্যাবের হাতে একজন আটক

নিজস্ব সংবাদদাতা, ফটিকছড়ি

১৩ জানুয়ারি, ২০২৬ | ১২:৩৪ অপরাহ্ণ

চট্টগ্রামের ফটিকছড়িতে চাঁদাবাজির সময় মো. মনছুর নামে এক ব্যক্তিকে আটক করেছে র‌্যাব।

সোমবার (১২ জানুয়ারি) উপজেলার নানুপুর বিনাজুরি এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

আটক মনছুর উপজেলার মাইজভাণ্ডার আমতলী এলাকার আব্দুস সাত্তারের ছেলে।

র‌্যাব জানায়, গতকাল বিনাজুরি মোড়ের পাকা রাস্তায় কতিপয় চাঁদাবাজ অবস্থান করছে এমন খবর পেয়ে অভিযান পরিচালনা করে র‌্যাব। এ সময় মনছুর নামে একজন পালানোর চেষ্টা করলে র‌্যাব তাকে আটক করে। পরে তার দেহ তল্লাশি করে চাঁদাবাজির ৭টি টোকেন ও ১ হাজার ৭৪৫ টাকা জব্দ করা হয়। এতে মনছুরের সহযোগী ইব্রাহিম পালিয়ে যায়। আসামি মনছুরকে ফটিকছড়ি থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে র‌্যাব।

পূর্বকোণ/মুন্না/এএইচ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট