
ইরানের সঙ্গে যেকোনো ধরনের বাণিজ্য করে এমন দেশগুলোর পণ্যের ওপর ২৫ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
সোমবার (১২ জানুয়ারি) সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে এমনটাই জানিয়েছেন তিনি। ইরানে চলমান সরকারবিরোধী বিক্ষোভের প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্র কী পদক্ষেপ নেবে, তা নিয়ে ভাবনার মধ্যেই এমন ঘোষণা এসেছে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।
ট্রাম্প পোস্টে বলেছেন, এই শুল্ক তাৎক্ষণিকভাবে কার্যকর হবে। যদি ইরানের সঙ্গে যে কোনো দেশ ব্যবসা করলে, যুক্তরাষ্ট্রের সঙ্গে তাদের সব ধরনের বাণিজ্যের ওপর ২৫ শতাংশ শুল্ক দিতে হবে। ট্রাম্প আরও বলেছেন, এই আদেশ চূড়ান্ত ও অপরিবর্তনীয়। তবে এ বিষয়ে তিনি বিস্তারিত কিছু জানায়নি। ইরানি পণ্যের প্রধান বাণিজ্যিক অংশীদার গুলোর মধ্যে রয়েছে চীন, সংযুক্ত আরব আমিরাত ও ভারত।
তবে এসব শুল্ক মূলত যুক্তরাষ্ট্রে পণ্য আমদানিকারকদের ওপরই আরোপ করা হয়। দীর্ঘদিন ধরেই যুক্তরাষ্ট্রের কঠোর নিষেধাজ্ঞার আওতায় রয়েছে ইরান।
রয়টার্সের সংবাদ উল্লেখ করা হয়েছে, হোয়াইট হাউসের ওয়েবসাইটে এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক নথি প্রকাশ করা হয়নি। কোন আইনি ক্ষমতার বলে এই শুল্ক আরোপ করা হবে, কিংবা এটি ইরানের সব বাণিজ্যিক অংশীদারের ওপর প্রযোজ্য হবে কি না । সে বিষয়েও কিছু জানানো হয়নি। মন্তব্য জানতে চাইলে হোয়াইট হাউস কোনো প্রতিক্রিয়া জানায়নি।
উল্লেখ্য, ইরান গত বছর যুক্তরাষ্ট্রের মিত্র ইসরায়েলের সঙ্গে ১২ দিনের যুদ্ধে জড়িয়েছিল। গত জুনে ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী হামলাও চালায়। বর্তমানে দেশটিতে সবচেয়ে বড় সরকারবিরোধী আন্দোলন চলছে।
পূর্বকোণ/এএইচ