চট্টগ্রাম সোমবার, ১২ জানুয়ারি, ২০২৬

সর্বশেষ:

কক্সবাজার কলাতলীতে অস্ত্রসহ আটক ১

কক্সবাজার কলাতলীতে অস্ত্রসহ আটক ১

কক্সবাজার সংবাদদাতা

১২ জানুয়ারি, ২০২৬ | ৯:৩৪ অপরাহ্ণ

কক্সবাজারের পর্যটন জোন কলাতলী থেকে সোহেল নামে একজনকে আটক করেছে যৌথবাহিনী। এ সময় তার কাছ থেকে ৪টি দেশীয় ধারালো অস্ত্র উদ্ধার করা হয়। রবিবার (১২ জানুয়ারি) ভোর রাতে যৌথবাহিনীর অভিযানে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার সোহেল ও তার বাহিনীর বিরুদ্ধে কক্সবাজারের পর্যটন এলাকায় হোটেল-মোটেল জোন এবং স্থানীয় ব্যবসায়ীদের কাছ থেকে নিয়মিত চাঁদাবাজির অভিযোগ রয়েছে।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জানায়, ২০২৬ সালের আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে কক্সবাজারের জননিরাপত্তা নিশ্চিত করতে এবং শীর্ষ সন্ত্রাসীদের অপতৎপরতা দমনে একটি বিশেষ পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। এরই অংশ হিসেবে সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রবিবার রাত ৩টার দিকে কলাতলী এলাকায় অভিযান চালানো হয়।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আরো জানায়, অভিযানের সময় সোহেলের আস্তানা থেকে ৪টি ধারালো দেশীয় অস্ত্র জব্দ করা হয়, যা বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ডে ব্যবহৃত হতো বলে ধারণা করা হচ্ছে। উদ্ধারকৃত অস্ত্রসহ কক্সবাজার সদর থানায় তাকে সোপর্দ করা হয়েছে।

 

পূর্বকোণ/এএইচসি/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট