চট্টগ্রাম সোমবার, ১২ জানুয়ারি, ২০২৬

সর্বশেষ:

রাউজানে মালিককে ঘরে আটকে ৫ গরু চুরি

রাউজানে মালিককে ঘরে আটকে ৫ গরু চুরি

রাউজান সংবাদদাতা

১২ জানুয়ারি, ২০২৬ | ১১:৩৭ অপরাহ্ণ

চট্রগ্রামের রাউজানে এক ক্ষুদ্র খামারির ৫টি গরু ও বাছুর চুরি হয়েছে। রবিবার (১১ জানুয়ারি) দিবাগত রাত পৌণে ৩টার দিকে সদর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের হরিশখানপাড়া এলাকায় এই ঘটনা ঘটে।

ভুক্তভোগী মোতাহের হোসেন সুমন জানান, তিনি ওই রাতে এলাকায় চোর-ডাকাত পাহারার কাজে নিয়োজিত ছিলেন। রাত দেড়টায় ঘরে ফিরে তিনটার দিকে পুনরায় বের হওয়ার চেষ্টা করলে দেখেন, চোরেরা তার পাকা ঘরের সামনে ও পেছনের দরজায় বাইরের হুক লাগিয়ে দিয়েছে। শুধু তাই নয়, পার্শ্ববর্তী প্রবাসী গোলাম মোস্তাফা সুজনের গেটেও তালা লাগিয়ে চুরির কাজ সম্পন্ন করা হয়। পরবর্তীতে প্রতিবেশীর সহায়তায় ঘর থেকে বেরিয়ে তিনি দেখেন তার গোয়াল ঘরের তালা ভাঙা এবং সেখানে থাকা ২টি বড় ষাড়, ১টি বকনা গরু, ১টি গাভী ও ১টি বাছুর চুরি হয়ে গেছে।গরুগুলোর আনুমানিক বাজার মূল্য ৫ থেকে ৬ লাখ টাকা বলে দাবি করা হয়েছে। পার্শ্ববর্তী একটি সিসিটিভি ফুটেজে রাত পৌণে ৩টার দিকে গরুগুলো নিয়ে যাওয়ার দৃশ্য দেখা গেছে।

সুমন আক্ষেপ করে বলেন, পূর্বে পলট্রি ফার্মে লোকসান দেওয়ার পর তিনি ঋণ নিয়ে এই গরুর খামার শুরু করেছিলেন।

রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজেদুল ইসলাম জানিয়েছেন, আমরা একটি লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

 

পূর্বকোণ/ এএইচসি/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট