নির্বাচনী জনসভা করতে হলে প্রার্থীকে কমপক্ষে ২৪ ঘণ্টা আগে স্থান ও সময় সম্পর্কে স্থানীয় পুলিশ কর্তৃপক্ষকে জানাতে হবে। নির্বাচনী আচরণবিধিতে এ তথ্য বলা হয়েছে।
সোমবার (১২ জানুয়ারি) তথ্য অধিদপ্তর থেকে এ বিষয়ে প্রচারণা চালানো হচ্ছে।
অধিদপ্তরের আরেক প্রচারণায় বলা হয়, কোনো ব্যক্তি নির্বাচনী এলাকার কোনো প্রার্থী বা তার পক্ষে অন্য একক কোনো জনসভায় একই সঙ্গে তিনটির অধিক মাইক্রোফোন বা লাউড স্পিকার ব্যবহার করতে পারবেন না।
তবে সাধারণ প্রচারণার ক্ষেত্রে মাইক্রোফোন বা লাউড স্পিকার ব্যবহারে এটি প্রযোজ্য নয়।
উল্লেখ্য, আগামী ১২ ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হবে।











