চট্টগ্রাম সোমবার, ১২ জানুয়ারি, ২০২৬

সর্বশেষ:

শীতার্ত মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান আইনজীবী এলিনা খানের

শীতার্ত মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান আইনজীবী এলিনা খানের

বিজ্ঞপ্তি

১২ জানুয়ারি, ২০২৬ | ৫:২৬ অপরাহ্ণ

বাংলাদেশ হিউম্যান রাইটস ফাউন্ডেশনের (বিএইচআরএফ) চেয়ারপার্সন ও মানবাধিকার নেত্রী অ্যাডভোকেট এলিনা খান দেশজুড়ে শীতার্ত মানুষের সহায়তায় এগিয়ে আসার জন্য মানবাধিকারকর্মী ও সচেতন নাগরিকদের প্রতি আহ্বান জানিয়েছেন।

 

ঢাকায় অনুষ্ঠিত বিএইচআরএফের ট্রাস্টি বোর্ড সভায় তিনি এ আহ্বান জানান। সভায় বক্তব্য রাখতে গিয়ে অ্যাডভোকেট এলিনা খান বলেন, মানবিকতা মানুষের অন্যতম শ্রেষ্ঠ গুণ। তিনি মতভেদ ভুলে শীতের এই কঠিন সময়ে অসহায় মানুষের পাশে দাঁড়ানোর ওপর গুরুত্ব দেন।

 

তিনি বলেন, যার যতটুকু সামর্থ্য আছে, সেই অনুযায়ী সহায়তা করা উচিত। মানবিক চেতনায় বিশ্বাসী মানুষ অন্যের কষ্ট দেখে নিশ্চুপ থাকতে পারে না।

 

সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ হিউম্যান রাইটস ফাউন্ডেশনের (বিএইচআরএফ) চেয়ারপার্সন অ্যাডভোকেট এলিনা খান এবং সঞ্চালনা করেন সংগঠনের মহাসচিব অ্যাডভোকেট জিয়া হাবীব আহসান। আলোচনায় অংশ নেন ট্রাস্টি বোর্ডের সদস্য ও উপদেষ্টাদের মধ্যে গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রের অনারারি কনসাল হিজ এক্সেলেন্সি জিয়াউদ্দিন আদিল, মো. ওমর ফারুক, অ্যাডভোকেট সৈয়দ মোহাম্মদ হারুন, অ্যাডভোকেট সরকার আসিফ পিয়াল, লায়ন সালমা আদিল এমজেএফ এবং ফাতিমা যাহরা আহসান রাইসা। সভায় বক্তারা মানবিক সেবায় সম্মিলিত দায়িত্ববোধের গুরুত্বের ওপর জোর দেন।

 

সভায় জানানো হয়, ঢাকা, চট্টগ্রাম, কুমিল্লা, পাবনা (ঈশ্বরদীসহ) বিভিন্ন জেলার বিএইচআরএফ শাখা ইতোমধ্যে শীতবস্ত্র সংগ্রহ ও বিতরণ কার্যক্রম শুরু করেছে। শীতের তীব্রতা বাড়তে থাকায় এসব কার্যক্রম নিয়মিত পর্যবেক্ষণ করা হচ্ছে।

 

এ সময় ট্রাস্টি বোর্ড সদস্য সালমা আদিল এমজেএফ, যিনি সালমা আদিল ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা, শীতার্ত মানুষের সহায়তায় ৫০ হাজার টাকা অনুদান দেন।

 

সভায় সংগঠনের আরও বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হয়। এর মধ্যে নির্বাচিত কিছু জেলায় নির্বাচন পর্যবেক্ষণ কার্যক্রম এবং আইন ও মানবাধিকার মেলার পরিকল্পনা উল্লেখযোগ্য। পাশাপাশি ১০ ডিসেম্বর ২০২৫ তারিখে বিশ্ব মানবাধিকার দিবস পালনকারী শাখাগুলোর মধ্যে পুরস্কার ঘোষণা করা হয়। এতে প্রথম স্থান অর্জন করে কুমিল্লা মহানগর শাখা। দ্বিতীয় স্থান পায় হাটহাজারী উপজেলা শাখা। তৃতীয় স্থান অর্জন করে চট্টগ্রাম জেলা ও মহানগর শাখা। ঈশ্বরদী শাখাকে দেওয়া হয় বিশেষ সম্মাননা।

পূর্বকোণ/পিআর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট