চট্টগ্রাম সোমবার, ১২ জানুয়ারি, ২০২৬

সর্বশেষ:

আদালত প্রাঙ্গণে পলককে ডিম নিক্ষেপ ইনকিলাব মঞ্চের

আদালত প্রাঙ্গণে পলককে ডিম নিক্ষেপ ইনকিলাব মঞ্চের

অনলাইন ডেস্ক

১২ জানুয়ারি, ২০২৬ | ৫:৫৮ অপরাহ্ণ

রাজধানীর বাড্ডা থানায় দায়ের করা একটি হত্যাচেষ্টা মামলায় সাবেক তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলককে গ্রেফতার দেখানোর আদেশ দিয়েছেন আদালত। সোমবার (১২ জানুয়ারি) দুপুরে শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুর রহমান এই আদেশ দেন। শুনানি শেষে পলককে কারাগারের উদ্দেশ্যে নিয়ে যাওয়ার সময় আদালত প্রাঙ্গণে ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা তার প্রিজনভ্যানে ডিম নিক্ষেপ ও বিক্ষোভ করেন। 

মামলার নথি থেকে জানা যায়, ২০২৪ সালের ২০ জুলাই বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে মধ্য বাড্ডা ইউলুপ এলাকায় গুলিতে গুরুতর আহত হন দুর্জয় আহম্মেদ নামে এক যুবক। গুলিতে তার দুই চোখ অন্ধ হয়ে যায়। এ ঘটনায় শেখ হাসিনাসহ ৯০ জনের নাম উল্লেখ করে মামলা করেন দুর্জয়। ওই মামলায় গত ২৪ ডিসেম্বর পলককে গ্রেফতার দেখানোর আবেদন করেন তদন্ত কর্মকর্তা বাড্ডা থানার এসআই গোলাম কিবরিয়া খান। সোমবার শুনানি শেষে আদালত সেই আবেদন মঞ্জুর করেন। পরে তাকে সিএমএম আদালতের হাজতখানায় রাখা হয়।  

শুনানির সময় রাষ্ট্রপক্ষে ঢাকা মহানগর পাবলিক প্রসিকিউটর (পিপি) ওমর ফারুক ফারুকী উপস্থিত ছিলেন। আসামিপক্ষে অ্যাডভোকেট ফারজানা ইয়াসমিন রাখীসহ অন্যান্য আইনজীবীরা পলকের সাথে সাক্ষাতের অনুমতি চাইলে আদালত তা মঞ্জুর করেন।

এদিকে, এদিন ঢাকার অ্যাডিশনাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলামের আদালতে ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদি হত্যা মামলার শুনানির দিন ধার্য ছিল। মামলার বাদী আবদুল্লাহ আল জাবের অভিযোগপত্র পর্যালোচনার জন্য সময় চাইলে আদালত আগামী বৃহস্পতিবার পরবর্তী দিন ধার্য করেন।
শুনানি শেষে ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা সিএমএম আদালতের সামনে অবস্থান করছিলেন। দুপুর দেড়টার দিকে জুনায়েদ আহমেদ পলককে নিয়ে একটি প্রিজনভ্যান কাশিমপুর কারাগারের উদ্দেশ্যে রওনা দিলে নেতাকর্মীরা সেটিকে লক্ষ্য করে ডিম নিক্ষেপ শুরু করেন। এ সময় তারা “লীগ ধর, জেলে ভর”-সহ বিভিন্ন সরকারবিরোধী স্লোগান দিতে থাকেন। উত্তেজনাকর পরিস্থিতির মধ্যেই পুলিশি নিরাপত্তায় প্রিজনভ্যানটি আদালত এলাকা ত্যাগ করে। 

 

পূর্বকোণ/আরআর/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট