
চট্টগ্রামের বোয়ালখালীতে ভেন্টিলেটর ভেঙে ঘরে ঢুকে ঘুমিয়ে থাকা মো.ইকবাল (২৩) নামের এক প্রতিবন্ধীর মাথা ফাটিয়ে দিয়েছে দুর্বৃত্তরা।
এসময় দুর্বৃত্তরা ঘরের আলমিরায় রাখা কাপড় চোপড়সহ বিভিন্ন তৈজসপত্র এলোমেলো করে ফেলেছে। তারা ইকবালের কাছে থাকা ১৫০ টাকা কেড়ে নিয়ে গেছে।
সোমবার (১২ জানুয়ারি) ভোর ৪টার দিকে উপজেলার করলডেঙ্গা ইউনিয়নে ২ নং ওয়ার্ডের মধ্যম করলডেঙ্গা মো. ইউনুচের ঘরে এ ঘটনা ঘটে।
স্থানীয় বাসিন্দা মো.জামাল উদ্দিন জানান, ভোর ৪টার দিকে দুর্বৃত্তদের এক সদস্য রান্নাঘরের ভেন্টিলেটর ভেঙে ঘরে প্রবেশ করে মূল দরজা খুলে দেয়। এসময় ইকবাল বিছানায় ঘুমিয়ে ছিল। সে দরজার খোলার শব্দ পেয়ে চিৎকার দিলে দুর্বৃত্তরা তার মাথায় আঘাত করলে মাথা ফেটে যায়। এসময় অস্ত্রের মুখে জিম্মি করে সারা ঘর তল্লাশি চালিয়ে সমস্ত জিনিসপত্র এলোমেলো করে ফেলেছে। দুর্বৃত্তরা হামলায় আহত ইকবাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন।
শারীরিক প্রতিবন্ধী ইকবাল তার পরিবার নিয়ে ইউনুচের নির্মিত পাকা ঘরে বসবাস করে। ইউনুচরা কাজের সুবাদে নগরীতে থাকেন।
ইকবাল বলেন, কম্বল জড়িয়ে ঘুমিয়ে ছিলাম। এসময় দরজা খোলার শব্দ পেয়ে জেগে উঠতেই কেউ একজন মাথায় লোহার ভারী কিছু দিয়ে আঘাত করলে মাথা ফেটে যায়। তারা আমার সাথে থাকা ১৫০ টাকা কেড়ে নিয়েছে। তবে যাওয়ার সময় মোবাইল নম্বর চেয়ে নেয় চিকিৎসা খরচ দেওয়ার জন্য। বলেছে ওদের ভুল হয়েছে। তারা জানতো না আমি প্রতিবন্ধী।
বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজুর রহমান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পাঠানো হয়েছে। এব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
পূর্বকোণ/পিআর