
চট্টগ্রামের সাতকানিয়ায় পাহাড় কেটে মাটি বিক্রি করায় এস্কেভেটর বিকল করে দিয়েছে উপজেলা প্রশাসন ও সেনাবাহিনী।
রবিবার (১১ জানুয়ারি) দিবাগত রাত ১টার দিকে বাজালিয়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডে এই অভিযানের নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সামছুজ্জামান।
তিনি বলেন, পাহাড় কেটে মাটি বিক্রি করছে এমন সংবাদ পেয়ে সেনাবাহিনীকে সাথে নিয়ে যৌথ অভিযান পরিচালনা করা হয়। এসময় পাহাড় খেকোরা পালিয়ে গেলেও ঘটনাস্থলে এস্কেভেটরটি পাওয়া যায়। পরে সেটি অকেজো করে দেওয়া হয়। পাহাড় কাটা ও কৃষি জমির মাটি কর্তনের মতো অবৈধ কর্মকাণ্ড পরিবেশ ও জনস্বার্থের জন্য মারাত্মক হুমকি স্বরূপ। এসব অপরাধ দমনে উপজেলা প্রশাসনের অভিযান ভবিষ্যতে ও অব্যাহত থাকবে।
পূর্বকোণ/পিআর