চট্টগ্রাম সোমবার, ১২ জানুয়ারি, ২০২৬

ফটিকছড়িতে জামায়াত কর্মী হত্যায় গ্রেপ্তার ৬, অস্ত্র-কার্তুজ উদ্ধার

ফটিকছড়িতে জামায়াত কর্মী হত্যায় আটক ৬, অস্ত্র-কার্তুজ উদ্ধার

ফটিকছড়ি সংবাদদাতা

১২ জানুয়ারি, ২০২৬ | ১২:৩২ অপরাহ্ণ

চট্টগ্রামের ফটিকছড়িতে গুলিতে নিহত জামায়াত কর্মী মুহাম্মদ জামাল হত্যায় জড়িত সন্দেহে নিষিদ্ধ সংগঠনের এক কর্মীসহ ৬ জনকে আটক করেছে পুলিশ। এসময় তাদের কাছ থেকে একটি একনালা বন্দুক, ৩ রাউন্ড কার্তুজ ও ৮টি ধারালো অস্ত্র উদ্ধার করা হয়।

 

রবিবার (১১ জানুয়ারি) মধ্যরাতে উপজেলার লেলাংসহ বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

 

ফটিকছড়ি থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) রফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, হত্যাকাণ্ড সংঘটিত হওয়ার পর হতে আমরা বিষয়টিকে অত্যন্ত গুরুত্বের সাথে নিয়েছি। এ ঘটনায় হত্যা মামলার রুজু হয়েছে। আমাদের অভিযান অব্যাহত আছে। পরে বিস্তারিত সব জানানো হবে।

 

এর আগে গত শনিবার রাত ৮টার দিকে উপজেলা লেলাং ইউনিয়নের শাহানগর গ্রামের দিঘিরপাড় এলাকায় দুর্বৃত্তদের গুলিতে জামায়াত নেতা মুহাম্মদ জামাল ঘটনাস্থলে প্রাণ হারান। গতকাল রাতে নিহতের স্ত্রী কাজল রেখা বাদী হয়ে ফটিকছড়ি থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

পূর্বকোণ/পিআর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট