চট্টগ্রাম সোমবার, ১২ জানুয়ারি, ২০২৬

মহেশখালীতে মা-ছেলের রহস্যজনক মৃত্যু

মহেশখালীতে মা-ছেলের রহস্যজনক মৃত্যু

মহেশখালী সংবাদদাতা

১১ জানুয়ারি, ২০২৬ | ৮:১৮ অপরাহ্ণ

কক্সবাজরের মহেশখালীতে ৩২ বছর বয়সী ইসমত আরা এবং তার ৬ বছর বয়সী ছেলে আবরারের ক্ষত-বিক্ষত লাশ উদ্ধার করা হয়েছে। রবিবার (১১ জানুয়ারি) দুপুরে উপজেলার কুতুবজোম ইউনিয়নের নয়াপাড়া থেকে তাদের লাশ উদ্ধার করা হয়।

নিহতের বাবা আনচার উল্লাহ জানান, ইসমত দীর্ঘদিন ধরে মৃগী রোগে ভুগছিলেন এবং ৬ বছর আগে স্বামীর সাথে বিচ্ছেদের পর থেকে বাবার বাড়িতেই থাকতেন। পরিবারের ধারণা, মানসিক ভারসাম্যহীনতার কারণে ইসমত তার ছেলেকে গলা টিপে হত্যার পর নিজে আত্মহত্যা করেছেন।

এদিকে ইসমত আরার মাথা গভীর ক্ষতসহ রক্তাক্ত থাকায় স্থানীয়রা এটিকে হত্যাকাণ্ড বলে সন্দেহ করছেন, যদিও বিষয়টি নিয়ে কেউ নিশ্চিত নন।

মহেশখালী থানার ওসি মজিবুর রহমান জানিয়েছেন, পুলিশ লাশ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছেন। এটি হত্যা নাকি আত্মহত্যা, তা ময়নাতদন্তের রিপোর্ট এবং পুলিশের তদন্তের মাধ্যমেই নিশ্চিত হওয়া যাবে।

উল্লেখ্য , ৫ বছর আগে ইসমতের বড় ছেলেও পুকুরে ডুবে মারা গিয়েছিল।

 

পূর্বকোণ/এএইচসি/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট