চট্টগ্রাম সোমবার, ১২ জানুয়ারি, ২০২৬

মিয়ানমার থেকে ছোড়া গুলিতে আহত শিশু চমেকের আইসিইউতে ভর্তি

মিয়ানমার থেকে ছোড়া গুলিতে আহত শিশু চমেকের আইসিইউতে ভর্তি

অনলাইন ডেস্ক

১১ জানুয়ারি, ২০২৬ | ৮:২৪ অপরাহ্ণ

মিয়ানমার থেকে ছোড়া গুলিতে আহত বাংলাদেশি শিশু হুজাইফা আফনানকে (৯) চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। শিশুটির মাথায় গুলি লেগেছে। হাসপাতালের চিকিৎসকরা জানিয়েছেন গুলিবিদ্ধ শিশুটির অবস্থা গুরুতর। রবিবার (১১ জানুয়ারি) বিকাল সাড়ে ৪টায় গুলিবিদ্ধ শিশুটিকে অ্যাম্বুলেন্সে চমেক হাসপাতালে আনার পর দায়িত্বরত চিকিৎসক আইসিইউতে ভর্তি দেন। বর্তমানে শিশুটি আইসিইউতে চিকিৎসাধীন বলে জানিয়েছেন চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির এসআই আলাউদ্দিন তালুকদার।

রবিবার ভোরে কক্সবাজারের টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের তেচ্ছা ব্রিজ এলাকায় মিয়ানমার থেকে ছোড়া গুলিতে আহত হয় হুজাইফা আফনান। লম্বাবিল গ্রামের জসিম উদ্দিনের মেয়ে হুজাইফা লম্বাবিল হাজি মোহাম্মদ হোসেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্রী।

পূর্বকোণ/আরআর/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট