
চট্টগ্রামের বোয়ালখালীতে অভিযান চালিয়ে ৬০০ গ্রাম গাঁজাসহ সেনাবাহিনীর হাতে গ্রেপ্তার হয়েছে মাদক ব্যবসায়ী মনা দে (৬১)।
রবিবার (১১ জানুয়ারি) সকালে মনাকে আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
মনা দে সারোয়াতলী ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের উত্তর কঞ্জুরী গ্রামের মৃত লাল মোহন দে’র ছেলে।
এর আগে শনিবার (১০ জানুয়ারি) বিকেলে উপজেলার সারোয়াতলীতে অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করে বোয়ালখালী সেনা ক্যাম্পের সদস্যরা। এসময় মনার কাছ থেকে মাদক বিক্রির নগদ ১৩ হাজার ১১৫ টাকা এবং ৬০০ গ্রাম গাঁজা জব্দ করা হয়। জব্দ করা গাঁজার আনুমানিক বাজার মূল্য ২০ হাজার টাকা।
বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজুর রহমান বলেন, মনাকে জব্দ করা মাদকসহ থানায় সোপর্দ করলে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করা হয়েছে।
পূর্বকোণ/পিআর/এএইচ