চট্টগ্রাম সোমবার, ১২ জানুয়ারি, ২০২৬

হাটহাজারীতে ভবনের কেয়ারটেকারকে ছুরিকাঘাতে হত্যা

হাটহাজারীতে কেয়ারটেকারকে ছুরিকাঘাতে হত্যা

হাটহাজারী সংবাদদাতা

১১ জানুয়ারি, ২০২৬ | ১১:৪৫ পূর্বাহ্ণ

চট্টগ্রামের হাটহাজারীতে মাহবুব আলম (৩৬) নামে ভবনের এক কেয়ারটেকারকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে।

রবিবার (১১ জানুয়ারি) ভোররাত ৪টার দিকে হাটহাজারী পৌরসভার কলাবাগান এলাকার এ ঘটনা ঘটে।

নিহত মাহবুব আলম পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের আজিমপাড়া এলাকার হাফেজ আবদুল খালেক বাড়ির মৃত আবদুল নবীর পুত্র।

জানা গেছে, মাহবুব আলম পেশায় একজন মাইক্রোবাস চালক ছিলেন। তবে পাশাপাশি তিনি ওই এলাকার আলাউল হল নামের একটি ভবনের দেখাশোনার কাজে নিয়োজিত ছিলেন। ঘটনার দিন ভোররাতে ৩/৪ জন দুর্বৃত্ত কলাবাগান এলাকার গিয়ে মাহবুব আলমের সাথে বাকবিতণ্ডায় জড়ায়। এক পর্যায়ে তারা মাহবুব আলমকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। তার চিৎকার শুনে আশেপাশের লোকজন এসে তাকে গুরুতর আহত অবস্থায় চমেক হাসপাতালে নিয়ে যাওয়ার পথে মৃত্যুর কোলে ঢলে পড়েন তিনি।

এদিকে, মাহবুব আলমের নিহতের খবর ছড়িয়ে পড়লে তার সহকর্মী ও মাইক্রোবাস চালক সমিতির নেতাকর্মীরা এ হত্যাকাণ্ডের প্রতিবাদ ও খুনিদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে চট্টগ্রাম-রাঙামাটি সড়কের কলাতল এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করে। এ সময় প্রায় ২০ মিনিট যান চলাচল বন্ধ ছিল। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে যান চলাচল স্বাভাবিক করে।

হাটহাজারী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে নিহতের লাশ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ চমেক হাসপাতালের মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। এ ঘটনায় জড়িতদের আইনের আওতায় আনতে পুলিশ মাঠে কাজ করছে।

পূর্বকোণ/পিআর/এএইচ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট