চট্টগ্রাম রবিবার, ১১ জানুয়ারি, ২০২৬

মহেশখালীতে লবণ বোঝাই বোট ডাকাতি: অভিযানে উদ্ধার ২, আটক ১ জন

মহেশখালীতে লবণ বোঝাই বোট ডাকাতি: অভিযানে উদ্ধার ২, আটক ১ জন

মহেশখালী সংবাদদাতা

১০ জানুয়ারি, ২০২৬ | ১১:২৪ অপরাহ্ণ

কক্সবাজারের মহেশখালী অস্ত্রের মুখে জিম্মি করে লবণবোঝাই একটি বোট ডাকাতির ঘটনা ঘটেছে। পরে ভুক্তভোগীদের আবেদনের প্রেক্ষিতে বাংলাদেশ কোস্ট গার্ডের অভিযানে ডাকাতি হওয়া বোট উদ্ধার হয়। এছাড়া এক সহযোগীকে আটক এবং জিম্মি অবস্থায় দুই মাঝিমাল্লাকে উদ্ধার করা হয়েছে।

শুক্রবার (৯ জানুয়ারি) বিকেল সাড়ে ৩টার দিকে কক্সবাজারের নাপিতখালী এলাকায় এ ঘটনা ঘটে।

শনিবার (১০ জানুয়ারি) রাতে বিষয়টি নিশ্চিত করেছেন কোস্ট গার্ডের মিডিয়া সিয়াম উল হক।

তিনি বলেন, প্রাপ্ত সংবাদের ভিত্তিতে কোস্টগার্ডের একটি দল দ্রুত ঘটনাস্থলে উদ্ধার অভিযান পরিচালনা করে। অভিযানে ডাকাতদের কবলে থাকা দুই মাঝিকে নিরাপদে উদ্ধার করা হয়। একই সঙ্গে ডাকাতি করা লবণ, একটি বোট এবং ডাকাতির সঙ্গে জড়িত এক সহযোগীকে আটক করা হয়।

জানা যায়, পানিরছড়া ঘাটে ফারুক কোম্পানির মালিকানাধীন বোটে  স্থানীয় লবণ ব্যবসায়ী আরিফ উল্লাহর লবন বোটে তোলার সময় সন্ত্রাসীরা চাঁদা দাবি করে। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে সন্ত্রাসীরা অস্ত্রের মুখে বোটের মাঝিমাল্লাদের জিম্মি করে প্রায় দেড় হাজার মণ লবণসহ বোটটি ডাকাতি করে নাপিতখালী এলাকায় নিয়ে যায়।

এ বিষয়ে মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুজিবুর রহমান জানান, ধলঘাটায় লবণবোঝাই বোট ডাকাতির ঘটনা ঘটেনি তবে জমি জমার বিরোধ নিয়ে দুই পক্ষের থানা ও আদালতে মামলা রয়েছে। তবে এ ঘটনায় ভুক্তভোগীরা ৭ জনের নামে একটি এজাহার দিয়েছে। তদন্ত করে মামলা রুজু করা হবে।

 

পূর্বকোণ/এএইচসি/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট