
চট্টগ্রাম-১৪ (চন্দনাইশ-সাতকানিয়া আংশিক) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী জসীম উদ্দীন আহমেদকে নির্বাচনি আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।
শুক্রবার (৯ জানুয়ারি) রাতে সাতকানিয়া উপজেলা নির্বাচন কর্মকর্তা ও সাতকানিয়া আংশিক আসনের সহকারী রিটার্নিং কর্মকর্তা মুহাম্মদ শহিদুল ইসলাম এ নোটিশ দেন।
নোটিশে বলা হয়, ‘জসীম উদ্দীন আহমেদ সাতকানিয়া উপজেলার খাগরিয়া ইউনিয়নে অবস্থিত খাগরিয়া ইসলামিয়া আফছারিয়া সুন্নিয়া দাখিল মাদরাসার বার্ষিক সভা ও ঈদে মিলাদুন্নবী (স.) মাহফিলে নির্বাচনি প্রচারণামূলক বক্তব্যে ভাঙা সেতু ব্যক্তিগত উদ্যোগে মেরামতসহ এলাকায় উন্নয়নমূলক কাজ করার ঘোষণা দেন। এ সংক্রান্ত একটি বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে প্রচারিত হয়। নির্বাচন আচরণবিধি অনুযায়ী নির্ধারিত সময়ের পূর্বে যেকোনো ধরনের নির্বাচনি কার্যক্রম সম্পূর্ণ নিষিদ্ধ। তাই জসীম উদ্দীন আহমেদের বিরুদ্ধে প্রচলিত আইন ও নির্বাচন সংক্রান্ত বিধি অনুযায়ী কেন ব্যবস্থা নেওয়া হবে না তা নোটিশ প্রদান পরবর্তী ২৪ ঘন্টার মধ্যে জবাব দিতে বলা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করেন সাতকানিয়া উপজেলা নির্বাচন কর্মকর্তা ও সাতকানিয়া আংশিক আসনের সহকারী রিটার্নিং কর্মকর্তা মুহাম্মদ শহিদুল ইসলাম। তিনি বলেন, নির্বাচনি আচরণবিধি ভঙ্গ করায় বিএনপির প্রার্থী জসীম উদ্দীন আহমেদকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। আগামী ২৪ ঘন্টার মধ্যে ওই নোটিশের জবাব দিতে বলা হয়েছে।
পূর্বকোণ/কায়ছার/পারভেজ