চট্টগ্রাম রবিবার, ১১ জানুয়ারি, ২০২৬

টেকনাফে ৩০০ শীতার্তের মাঝে বিজিবির শীতবস্ত্র বিতরণ

টেকনাফে ৩০০ শীতার্তের মাঝে বিজিবির শীতবস্ত্র বিতরণ

টেকনাফ সংবাদদাতা

১১ জানুয়ারি, ২০২৬ | ১২:১৭ পূর্বাহ্ণ

কক্সবাজারের টেকনাফে ৩০০ জন শীতার্ত, গরীব ও দুঃস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে বিজিবি।

শনিবার (১০ জানুয়ারি) উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের খারাংখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এই কম্বল বিতরণীর উদ্বোধন করা হয়।

প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে শীতার্ত, গরীব ও দুঃস্থদের শীতবস্ত্র বিতরণ করেন উখিয়া ব্যাটালিয়ন ৬৪ বিজিবির অধিনায়ক মো. জহিরুল ইসলাম। এছাড়া উখিয়া ব্যাটালিয়ন ৬৪ বিজিবির সহকারী পরিচালক মো. মাসুদ রানাসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

অধিনায়ক মো. জহিরুল ইসলাম বলেন, সীমান্তে অর্পিত দায়িত্বের পাশাপাশি বিজিবি বিভিন্ন ধরনের মানবিক কার্যক্রম পরিচালনা করে আসছে। সীমান্তের জনগণ বিজিবির ওপর আস্থা রাখছে এবং বিভিন্ন কাজে বিজিবিকে সহায়তা করছে। সীমান্ত সুরক্ষার পাশাপাশি উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) সীমান্তবর্তী জনপদের ‘আস্থার প্রতীক’ হিসেবে দৃষ্টান্ত স্থাপনে প্রতিজ্ঞাবদ্ধ।

 

পূর্বকোণ/এএইচসি/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট