
চট্টগ্রাম–কক্সবাজার মহাসড়কে এক তরুণ আইনজীবীকে প্রশাসন পরিচয়ে দফায় দফায় গাড়ি থামিয়ে ভয়ভীতি প্রদর্শন ও অপহরণের চেষ্টা চালানো হয়েছে। শুক্রবার (৯ জানুয়ারি)রাত ১০ টার দিকে চন্দনাইশের গাছবাড়িয়া কলেজ সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। ভুক্তভোগী এডভোকেট মোহাম্মদ সাকিব (২৮) তার ব্যক্তিগত গাড়ি চালিয়ে লোহাগাড়া থেকে শহরে ফেরার পথে এই লোমহর্ষক পরিস্থিতির শিকার হন।
তিনি বলেন, সেখানে সিভিল পোশাকে থাকা দুই ব্যক্তি ওয়্যারলেস হাতে প্রশাসনের পরিচয় দিয়ে সাকিবের গাড়ি থামান। সাকিব তাদের আইডি কার্ড দেখতে চাইলে তারা অস্বীকৃতি জানায় এবং গাড়ির দরজা খুলতে বলে। সন্দেহজনক মনে হওয়ায় সাকিব কৌশলে সেখান থেকে দ্রুত চলে আসেন। দোহাজারী হাইওয়ে পুলিশ পরবর্তীতে নিশ্চিত করেছে যে ওই স্থানে তাদের কোনো চেকপোস্ট বা টহল ছিল না।
পরবর্তীতে রাত ১০টা ৩০ মিনিটের দিকে পটিয়ার শান্তির হাট এলাকায় একটি নোয়াহ গাড়ি থেকে চার ব্যক্তি নেমে ‘ডিবি’ পরিচয়ে হ্যান্ডকাফ প্রদর্শন করে সাকিবের গাড়ির নিয়ন্ত্রণ নেয়। তারা দাবি করে যে সাকিবের লোকেশন ট্র্যাক করা হচ্ছে। তবে একপর্যায়ে সাকিব নিজের আইনজীবী পরিচয় দিলে এবং বিষয়টি থানায় জানানো হয়েছে বলে উল্লেখ করলে, তারা তাকে মনসা বাদামতল এলাকার একটি নির্জন স্থানে ছেড়ে দেয়।
নিরাপত্তার শঙ্কায় সাকিব কর্ণফুলী টানেল হয়ে ফেরার পথেও লক্ষ্য করেন যে সেই গাড়িটি তাকে অনুসরণ করছে। জীবন বাঁচাতে তিনি টানেল মোড়ের একটি রেস্তোরাঁয় আশ্রয় নিয়ে পুলিশের সহায়তা নেন।
পটিয়া সার্কেলের ডিবি কর্মকর্তারা নিশ্চিত করেছেন যে এই ঘটনার সাথে তাদের কোনো বিভাগ বা টিম জড়িত নয়।
এই ঘটনায় এডভোকেট সাকিব ইতিমধ্যে একটি সাধারণ ডায়েরি (জিডি) ও অভিযোগ দায়ের করেছেন এবং জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।
পূর্বকোণ/পারভেজ