চট্টগ্রাম রবিবার, ১১ জানুয়ারি, ২০২৬

টেকনাফে অজ্ঞাতনামা কিশোরীর লাশ উদ্ধার

টেকনাফে অজ্ঞাতনামা কিশোরীর রহস্যজনক মৃত্যু

টেকনাফ সংবাদদাতা

১০ জানুয়ারি, ২০২৬ | ১:১০ অপরাহ্ণ

টেকনাফের নাফনদীর উপকূলে বেড়িবাঁধ সংলগ্ন এলাকা থেকে অজ্ঞাতনামা কিশোরীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (৯ জানুয়ারি) রাত ৯টায় সাবরাং ইউনিয়নের শাহপরীরদ্বীপে স্থানীয়দের সহায়তায় এই মরদেহ উদ্ধার করা হয়।

স্থানীয়রা জানান, উদ্ধরের সময় তার সঙ্গে থাকা ব্যাগে একটি কাগজে দুটি মোবাইল নম্বর পাওয়া গেছে। একটি বাংলাদেশি অপরটি মালেশিয়ার নম্বর। শুক্রবার এশার নামাজ শেষে বেড়িবাঁধের দিকে হঠাৎ এক নারীর চিৎকার শুনে তারা ঘর থেকে বের হয়ে বেড়িবাঁধে গিয়ে গিয়ে দেখতে পায় মাটিতে পড়ে থাকা অবস্থায় এক কিশোরী বমি করছিল। এ সময় তারা মেয়েটির পরিচয় জানতে চাইলে সে নিজের নাম আরেফা এবং তার বাড়ি কক্সবাজারের মহেশখালী বলে জানান। তার কাছে থাকা ব্যাগ থেকে বাংলাদেশি নম্বরে ফোন দিয়ে দেখা যায়, নম্বরটি শাহপরীরদ্বীপ সেলিম মিস্ত্রির। এরপর সেলিম মিস্ত্রিকে মেয়েটিকে চিনে কিনা জানতে চাইলে সাথে সাথে সে ফোন বন্ধ করে দেন। মুমূর্ষু অবস্থায় কিশোরীকে হাসপাতালে নেওয়ার সময় সে মৃত্যুর কোলে ঢলে পড়ে। এরপর বিষয়টি পুলিশকে অবহিত করা হয়।

টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে নাম না জানা এক কিশোরীর মৃতদেহ উদ্ধার করে রাতেই থানায় আনা হয়। ১০ জানুয়ারি কিশোরীর মরদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। পরিচয় শনাক্ত করার প্রক্রিয়া চলছে।

পূর্বকোণ/পিআর/এএইচ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট