চট্টগ্রাম শনিবার, ১০ জানুয়ারি, ২০২৬

সর্বশেষ:

মনোনয়নপত্র: এবার ৬৪০ আপিল আবেদন, শনিবার শুনানি শুরু

মনোনয়নপত্র: এবার ৬৪০ আপিল আবেদন, শনিবার শুনানি শুরু

অনলাইন ডেস্ক

৯ জানুয়ারি, ২০২৬ | ১১:১৭ অপরাহ্ণ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়নপত্র বাছাইয়ে রিটার্নিং অফিসারদের দেওয়া সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল নির্বাচন কমিশনে আাবেদনের সময় শেষ হয়েছে। পাঁচ দিন আবেদন শেষে শুক্রবার সব মিলিয়ে ৬৪০টি আপিল জমা পড়েছে।শনিবার থেকে আগারগাঁওয়ে নির্বাচন ভবনে আপিল শুনানি শুরু করবে নির্বাচন কমিশন।

প্রধান নির্বাচন কমিশনার-সিইসি এএমএম নাসির উদ্দিন ও চার নির্বাচন কমিশনার শুনানি নিয়ে এসব আপিল নিষ্পত্তি করবেন। এসময় নির্বাচন কমিশন-ইসি সচিব আখতার আহমেদ ও আইন শাখার কর্মকর্তারা উপস্থিত থাকবেন।

ইসির আইন শাখার কর্মকর্তা মো. আরিফুর রহমান বলেন, আপিল শুনানি হবে নির্বাচন ভবনের মিলনায়তনে, প্রথম দিন অন্তত ৭০টি আপিল আবেদনের ওপর শুনানির কথা রয়েছে। ১৮ জানুয়ারি পর্যন্ত আপিল শুনানি চলবে। প্রতিটি আবেদনের বিপরীতে শুনানির সময় আপিলকারীসহ সর্বোচ্চ তিনজনের বেশি কক্ষে প্রবেশ না করতে অনুরোধ জানিয়েছেন তিনি।

 

পূর্বকোণ/আরআর/পারভেজ

শেয়ার করুন