চট্টগ্রাম রবিবার, ১১ জানুয়ারি, ২০২৬

৩৫০ ভরি স্বর্ণ ছিনতাই: ২৯০ ভরিসহ ৬ জন গ্রেপ্তার

৩৫০ ভরি স্বর্ণ ছিনতাই: ২৯০ ভরিসহ ৬ জন গ্রেপ্তার

অনলাইন ডেস্ক

৯ জানুয়ারি, ২০২৬ | ৫:৫৯ অপরাহ্ণ

চট্টগ্রামে মোটরসাইকেলে এসে সিএনজিচালিত অটোরিকশার গতি রোধ করে ৩৫০ ভরি সোনা ছিনতাইয়ের ঘটনায় ২৯০ ভরি স্বর্ণসহ ৬ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (বৃহস্পতিবার) ঢাকার মোহাম্মদপুর ও গাজীপুর এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

 

গ্রেপ্তারকৃতরা হলেন- সুমন চন্দ্র দাস (৪২),  মো. মাসুদ রানা প্রকাশ বাইক বাবু (৩০), রফিকুল ইসলাম প্রকাশ ইমন (২২), রবি কুমার দাস (৪০), পান্না রানী দাস প্রকাশ দিপালী রানী দাশ (৩৮) ও  বিবেক বনিক (৪২)।

 

থানায় দেওয়া অভিযোগে বলা হয়, রোববার (৪ জানুয়ারি) ভোরে নগরের হাজারী গলি এলাকার একটি দোকানের তিন কর্মচারী সোনা গলানোর জন্য ভাটিয়ারী যাচ্ছিলেন। তাদের বহনকারী অটোরিকশা মুরাদপুর–অক্সিজেন সড়কের আতুরার ডিপো এলাকায় পৌঁছালে মোটরসাইকেলে করে আসা চার যুবক গতি রোধ করে। অস্ত্রের মুখে তাদের তিনজনের কাছে থাকা সোনার ৩৫টি বার ছিনিয়ে নিয়ে যায়। এ ঘটনায় দোকান কর্মচারী সুবজ দেবনাথ পাঁচলাইশ থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।

 

পূর্বকোণ/আরআর/পারভেজ

শেয়ার করুন