
জিম্বাবুয়ে ও নামিবিয়ায় অনুষ্ঠেয় ২০২৬ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের জন্য ২১ সদস্যের ম্যাচ কর্মকর্তাদের তালিকা প্রকাশ করেছে আইসিসি।
আজ বৃহস্পতিবার (৮ জানুয়ারি) ঘোষিত এই প্যানেলে বাংলাদেশের দুই প্রতিনিধি স্থান পেয়েছেন। ১৭ জন আম্পায়ারের তালিকায় আছেন অভিজ্ঞ মাসুদুর রহমান মুকুল এবং ৪ জন ম্যাচ রেফারির প্যানেলে দায়িত্ব পেয়েছেন নিয়ামুর রশিদ রাহুল।
১৩টি দেশের কর্মকর্তাদের নিয়ে গঠিত এই প্যানেলে ইংল্যান্ড, নিউজিল্যান্ড, জিম্বাবুয়ে ও ওয়েস্ট ইন্ডিজ থেকে দুজন করে এবং বাংলাদেশসহ অন্যান্য দেশ থেকে একজন করে আম্পায়ার রয়েছেন। ম্যাচ রেফারি হিসেবে রাহুলের সঙ্গে থাকবেন ইংল্যান্ডের ডিন কস্কার, শ্রীলঙ্কার গ্রাহাম লা ব্রু ও ভারতের প্রকাশ ভাট।
১০৭টি আন্তর্জাতিক ম্যাচ পরিচালনার অভিজ্ঞতা থাকা মুকুল এর আগে হাইভোল্টেজ ভারত–পাকিস্তান ম্যাচেও আম্পায়ারিং করেছেন। ১৬ দলের টুর্নামেন্টে ‘বি’ গ্রুপে বাংলাদেশ খেলবে ভারত, নিউজিল্যান্ড ও যুক্তরাষ্ট্রের বিপক্ষে। ১৭ জানুয়ারি ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে বাংলাদেশের অভিযান।
পূর্বকোণ/কায়ছার