
চট্টগ্রামের বোয়ালখালীতে অভিযান চালিয়ে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ নেতা মো. রাকিব মিয়াকে (২২) গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (৭ জানুয়ারি) দিবাগত রাত সাড়ে ৯টার দিকে পৌরসভার পেতন আউলিয়ার মাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
রাকিব পৌরসভার পশ্চিম কধুরখীল হযরত মুন্দার আলী বাড়ির মো. মুজিবুর রহমানের ছেলে। তিনি পৌর ২ নাম্বার ওয়ার্ড ছাত্রলীগের সাধারণ সম্পাদক।
বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজুর রহমান বলেন, সংবাদের ভিত্তিতে রাকিবকে গ্রেপ্তার করা হয়েছে। সে ছাত্র-জনতার আন্দোলনে হামলায় দায়ের হওয়া মামলার আসামি। আগামীকাল তাকে আদালতে সোপর্দ করা হবে।
পূর্বকোণ/পারভেজ