
চট্টগ্রামের কর্ণফুলী নদীতে জাহাজ থেকে মাছ খালাসের সময় নদীতে পড়ে নিখোঁজ হয়েছেন জিসান (১৮) নামের এক শ্রমিক ।
আজ রোববার (৪ জানুয়ারি) বিকেলে নদীর দক্ষিণ পাড়ে ইছানগর সী রিসোর্স জেটিঘাট সংলগ্ন নদীতে এ দুর্ঘটনা ঘটে।
নিখোঁজ জিসান কর্ণফুলী উপজেলার চরপাথরঘাটা ইউনিয়নের ইছানগর গ্রামের মেডিকেল রোড এলাকার দারোগা বাড়ির বাসিন্দা মুহাম্মদ হেলালের ছেলে।
খবর পেয়ে নিখোঁজের সন্ধানে নৌ পুলিশ এবং কর্ণফুলী মডার্ন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ডুবরিদের উদ্ধার অভিযানেও এই রিপোর্ট লিখা পর্যন্ত তার সন্ধান মেলেনি।
স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার রি-রিসোর্স গ্রুপের মালিকানাধীন ফিশিং জাহাজ এফবি এগ্রো ফুড-৪ থেকে টেন্ডারে মাছ ক্রয় করে মনির এন্টারপ্রাইজ নামের একটি প্রতিষ্ঠান। মই ব্যবহার করে জাহাজ থেকে সাম্পানে মাছ আনলোড করার সময় জিসান ও সাদ্দাম নামের আরেক শ্রমিক পা পিছলে নদীতে পড়ে যান। সাদ্দামকে উদ্ধার করা সম্ভব হলেও জিসান নদীর স্রোতে তলিয়ে যান।
বিষয়টি নিশ্চিত করে চরপারঘাটা ইউপির ৯ নং ওয়ার্ড সদস্য মাহমুদুল হক সুমন পূর্বকোণকে বলেন, জাহাজ থেকে মাছ আনলোড করার সময় অসাবধানবশত এক শ্রমিক পড়ে নিখোঁজ হয়েছেন।
নিখোঁজ জিসানের চাচা জাকির হোসেন সবুজ বলেন, মাছ আনলোড করার সময় জাহাজের সিঁড়ি থেকে নদীতে পড়ে সে নিখোঁজ হয়।
জানতে চাইলে সদরঘাট নৌ থানা পুলিশের উপরিদর্শক (এসআই) মোহাম্মদ আরিফুল ইসলাম বলেন, ঘটনার পর ঘটনাস্থলে এসে আমরা অনুসন্ধান কার্যক্রম শুরু করেছি।
পূর্বকোণ/কায়ছার/পারভেজ