চট্টগ্রাম বুধবার, ০৭ জানুয়ারি, ২০২৬

চন্দনাইশে হযরত মামুন খলিফা (রহঃ) স্মৃতি বৃত্তি পুরস্কার পেল ৮৫০ শিক্ষার্থী

চন্দনাইশে হযরত মামুন খলিফা (রহঃ) স্মৃতি বৃত্তি পুরস্কার পেল সাড়ে আটশ শিক্ষার্থী

নিজস্ব প্রতিবেদক

৪ জানুয়ারি, ২০২৬ | ৯:০৭ অপরাহ্ণ

চট্টগ্রামের চন্দনাইশে হযরত মামুন খলিফা (রহঃ) স্মৃতি বৃত্তি পুরস্কার পেয়েছে উপজেলার ৬০টি শিক্ষা প্রতিষ্ঠানের ৮৫০ জন শিক্ষার্থী। শনিবার (৩ জানুয়ারি) হযরত মামুন খলিফা (রহঃ) শাহী জামে মসজিদ ট্রাস্টের ব্যবস্থাপনায় এই ভিন্নধর্মী বৃত্তি পরীক্ষা এবং পরবর্তীতে নাত, কেরাত ও আযান প্রতিযোগিতার আয়োজন করা হয়।

ট্রাস্টের মোতাওয়াল্লী আলহাজ মুহাম্মদ আরিফুল ইসলাম চৌধুরী খোকনের নির্দেশনায় অনুষ্ঠানে প্রায় দুই হাজার অভিভাবক, শিক্ষার্থী ও অতিথি উপস্থিত ছিলেন। ট্রাস্টের পক্ষ থেকে উপস্থিত সকলের জন্য দুপুরের খাবারের ব্যবস্থা করা হয়।

মুফতি নূর মোহাম্মদ আল কাদেরের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন আঞ্জুমানে রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্টের ফাইন্যান্স সেক্রেটারি জেনারেল আলহাজ মুহাম্মদ কমুর উদ্দিন সবুর। বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা সেচ্ছাসেবক দলের আহ্বায়ক মনজুর আলম তালুকদার, সংসদ সদস্য পদপ্রার্থী মাওলানা সোলাইমান ফারুকী, এডভোকেট মো. মিজানুর রহমান, আলহাজ সিরাজুল ইসলামসহ স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, সমাজসেবক ও শিক্ষাবিদগণ।

বক্তারা বলেন, শিক্ষার্থীদের মেধা বিকাশ ও নৈতিক মূল্যবোধ সৃষ্টির জন্য এ ধরনের সৃজনশীল আয়োজনের কোনো বিকল্প নেই।

পুরস্কার হিসেবে মেধা তালিকায় প্রথম স্থান অধিকারীকে একটি আকর্ষণীয় ল্যাপটপ, দ্বিতীয় স্থান অধিকারীকে একটি সাইকেল এবং তৃতীয় স্থান অধিকারীকে নগদ ৫০০০ টাকা প্রদান করা হয়। এছাড়াও বিভিন্ন শ্রেণিতে মোট ৭০ জন শিক্ষার্থীকে স্কুল ব্যাগ ও সনদ প্রদান করা হয়।

ট্রাস্ট কর্তৃপক্ষ জানান, হযরত মামুন খলিফা (রহঃ)’র আদর্শ প্রচার ও প্রসারের লক্ষে আগামীতেও এ ধরনের শিক্ষামূলক ও সামাজিক কার্যক্রম অব্যাহত থাকবে।

পূর্বকোণ/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট