
চট্টগ্রাম চন্দনাইশ মোহাম্মদপুর গ্রাম এর “নিউ মডার্ন ইন্টারন্যাশনাল স্কুল” প্রাঙ্গণে এক মনোজ্ঞ আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হলো বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ, নবীনবরণ ও বই বিতরণ উৎসব-২০২৬। এই আয়োজনে স্কুলের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের সরব উপস্থিতি অনুষ্ঠানকে করে তোলে প্রাণবন্ত ও উৎসবমুখর।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্কুল পরিচালনা কমিটির সম্মানিত সভাপতি জনাব গোলাম আজাদ শিশু, এতে আরো উপস্থিত থাকেন স্কুল পরিচালনা কমিটির সম্মানিত পরিচালক জনাব রফিকুল ইসলাম, প্রধান শিক্ষক বাবু প্রমোদ রঞ্জন বড়ুয়া, প্রফেসর রেজাউল করিম।
এই আয়োজনের মাধ্যমে শিক্ষার্থীদের মাঝে যেমন উৎসাহ ও উদ্দীপনা সৃষ্টি হয়েছে, তেমনি নতুন শিক্ষাবর্ষের জন্য তারা প্রস্তুত হয়েছে নতুন উদ্যমে।
পূর্বকোণ/ইবনুর