
চট্টগ্রামের সাতকানিয়ায় মোহাম্মদ ইফতেখার (২৬) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তার কাছ থেকে একটি এলজি, তিন রাউন্ড গুলি ও একটি রামদা উদ্ধার করা হয়।
গ্রেপ্তার মোহাম্মদ ইফতেখার উপজেলার পশ্চিম ঢেমশা ইউনিয়নের ইছামতি আলীনগর ৪ নম্বর ওয়ার্ডের মো. ইউনুছের ছেলে।
রবিবার (৪ জানুয়ারি) বিকেলে উপজেলার পশ্চিম ঢেমশা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, পশ্চিম ঢেমশা এলাকায় অভিযান চালিয়ে ইফতেখারের বাড়ির ছাগলের খোয়ারের ভেতরে একটি প্লাস্টিকের বস্তা থেকে একটি দেশীয় এলজি, তিনটি ১২ বোর শর্টগানের কার্তুজ ও একটি লম্বা রামদা উদ্ধার করা হয়।
সাতকানিয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. সুদীপ্ত রেজা (জয়ন্ত) বলেন, গ্রেপ্তার আসামির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করে আদালতে পাঠানো হয়েছে।
পূর্বকোণ/পিআর/এএইচ