চট্টগ্রাম বুধবার, ০৭ জানুয়ারি, ২০২৬

সর্বশেষ:

সেন্টমার্টিনে বিপুল পরিমাণ পণ্যসহ ১৮ পাচারকারী গ্রেপ্তার

সেন্টমার্টিনে বিপুল পরিমাণ পণ্যসহ ১৮ পাচারকারী গ্রেপ্তার

টেকনাফ সংবাদদাতা

৪ জানুয়ারি, ২০২৬ | ৩:৩৫ অপরাহ্ণ

সেন্টমার্টিনে মিয়ানমারে পাচারকালে বিপুল পরিমাণ সিমেন্ট ও ডিজেলসহ ১৮ পাচারকারীকে আটক করেছে কোস্ট গার্ড।

 

শনিবার (৩ জানুয়ারি) রাত ১০টায় সেন্টমার্টিন হতে দক্ষিণ-পশ্চিম সংলগ্ন সমুদ্র এলাকা থেকে তাদের আটক করা হয়।

 

রবিবার (৪ জানুয়ারি) কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য জানান।

 

তিনি বলেন, গতকাল রাত ১০টায় কোস্ট গার্ডের জাহাজ অপূর্ব বাংলা সেন্টমার্টিন হতে দক্ষিণ-পশ্চিম সংলগ্ন সমুদ্র এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করেন। এসময় ওই এলাকায় সন্দেহজনক একটি ফিশিং বোট তল্লাশি করে অবৈধভাবে শুল্ক-কর ফাঁকি দিয়ে মিয়ানমারে পাচারের উদ্দেশ্যে বহন করা প্রায় ৩ লাখ টাকা মূল্যের ৬’শ বস্তা সিমেন্টসহ ১১ জন বাংলাদেশি পাচারকারীকে আটক করা হয়।

 

অপরদিকে দিবাগত রাত ২টায় ওই জাহাজে সেন্টমার্টিন হতে দক্ষিণ-পশ্চিম সংলগ্ন সমুদ্র এলাকায় অবস্থানরত মিয়ানমারের ১টি ফিশিং বোট তল্লাশি করে অবৈধভাবে শুল্ক-কর ফাঁকি দিয়ে মিয়ানমারে পাচারের উদ্দেশ্যে বহন করা প্রায় ১ লাখ ৮০ হাজার টাকা মূল্যের দেড় হাজার লিটার ডিজেলসহ ৭ জন মিয়ানমারের নাগরিককে আটক করা হয়।

 

আটক ব্যক্তিদের টেকনাফ মডেল থানায় হস্তান্তর এবং জব্দকৃত মালামাল ও পাচারকাজে ব্যবহৃত বোটগুলোর বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

পূর্বকোণ/পিআর/এএইচ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট