
চট্টগ্রামের আকবরশাহ থানার ধর্ষণ ও পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনের মামলার পলাতক প্রধান আসামি মো. নুর হাসানকে (২৮) গ্রেপ্তার করেছে র্যাব-৭।
গ্রেপ্তার মো. নুর হাসান খুলশী থানাধীন মাস্টার লেন এলাকার মো. মানিকের ছেলে।
শনিবার (৩ জানুয়ারি) সন্ধ্যায় পাহাড়তলী থানাধীন সাগরিকা বিসিক শিল্পনগরী এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
র্যাব-৭’র সহকারী পরিচালক (মিডিয়া) এ আর এম মোজাফ্ফর হোসেন জানান, আকবরশাহ থানায় দায়ের করা একটি ধর্ষণ ও পর্নোগ্রাফি মামলার প্রধান আসামি নুর হাসানকে গ্রেপ্তার করা হয়েছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য তাকে আকবর শাহ থানায় হস্তান্তর করা হয়েছে।
পূর্বকোণ/পিআর/এএইচ