
সাগরপথে অবৈধভাবে মালয়েশিয়া যাওয়ার চেষ্টাকালে নারী, পুরুষ ও শিশুসহ ২৭৩ জনকে আটক করেছে বাংলাদেশ নৌবাহিনী। এর মধ্য অধিকাংশ রোহিঙ্গা বলে জানা গেছে।
রবিবার (৪ জানুয়ারি) ভোরে কক্সবাজারের টেকনাফ সেন্টমার্টিন অদূরে বঙ্গোপসাগরের বাংলাদেশ জলসীমা থেকে নৌবাহিনীর টহলরত একটি জাহাজ তাদের আটক করে।
নৌবাহিনীর মিডিয়া উইং জানায়, নিয়মিত টহল কার্যক্রমের অংশ হিসেবে সন্দেহজনক একটি নৌযান শনাক্ত করে নৌবাহিনী। পরে তল্লাশি চালিয়ে নৌযানটিতে বিপুল সংখ্যক নারী, পুরুষ ও শিশুকে পাওয়া যায়, যারা অবৈধভাবে সাগরপথে মালয়েশিয়া যাওয়ার চেষ্টা করছিলেন।
আটক ব্যক্তিদের নিরাপত্তা নিশ্চিত করে নৌবাহিনীর তত্ত্বাবধানে নেওয়া হয়েছে। এ ঘটনায় মানবপাচার চক্রের সংশ্লিষ্টতা রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র। ঘটনার বিষয়ে পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে নৌবাহিনী সূত্রে জানানো হয়েছে।
পূর্বকোণ/এএইচ