চট্টগ্রাম বুধবার, ০৭ জানুয়ারি, ২০২৬

চট্টগ্রামে সাংবাদিক পরিচয়ে চাঁদাবাজির অভিযোগে গ্রেপ্তার ২

চট্টগ্রামে সাংবাদিক পরিচয়ে চাঁদাবাজির অভিযোগে গ্রেপ্তার ২

নিজস্ব প্রতিবেদক

৪ জানুয়ারি, ২০২৬ | ১:২৬ অপরাহ্ণ

চট্টগ্রাম নগরীর বাকলিয়ায় সাংবাদিক পরিচয় দিয়ে চাঁদাবাজির অভিযোগে দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (৩ জানুয়ারি) তাদের গ্রেপ্তার করা হয়।

 

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন– মো. জোবায়ের (২৮) ও নয়ন শীল (২৯)। জোবায়েরের বাড়ি চট্টগ্রামের বাঁশখালী উপজেলায় এবং নয়ন শীলের বাড়ি ফটিকছড়ি উপজেলায়। তবে তারা বর্তমানে নগরের বাকলিয়া থানা এলাকায় ভাড়া বাসায় বসবাস করছিলেন।

 

বাকলিয়া থানা পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার জোবায়ের ও নয়ন নিজেদের সাংবাদিক পরিচয় দিয়ে বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের কাছে চাঁদা দাবি করছিলেন। এ ঘটনায় ভুক্তভোগীদের পক্ষ থেকে অভিযোগ পাওয়ার পর তাদের গ্রেপ্তার করা হয়। এই ঘটনায় বাকলিয়া থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

 

বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সোলাইমান জানান, গ্রেপ্তার আসামিদের ইতোমধ্যে যথাযথ প্রক্রিয়ায় আদালতে সোপর্দ করা হয়েছে। এই চক্রের সঙ্গে অন্য কেউ জড়িত আছে কি না, তা খতিয়ে দেখছে পুলিশ।

পূর্বকোণ/পিআর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট