চট্টগ্রাম বুধবার, ০৭ জানুয়ারি, ২০২৬

খাগড়াছড়িতে যুবলীগ নেতা গ্রেপ্তার

খাগড়াছড়িতে যুবলীগ নেতা গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক

৪ জানুয়ারি, ২০২৬ | ১১:৫১ পূর্বাহ্ণ

খাগড়াছড়িতে মো. খোরশেদ আলম (৩১) নামে একাধিক মামলার আসামি এক যুবলীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

 

শনিবার (৩ জানুয়ারি) বিকাল সাড়ে ৫টার দিকে শহরের বায়তুশ শরফ সংলগ্ন মূল সড়ক এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কায় কিসলু জানান, গ্রেপ্তার খোরশেদ আলম ২ নম্বর পৌর ওয়ার্ড যুবলীগের সিনিয়র সহ-সভাপতি। খোরশেদ আলমের বিরুদ্ধে খাগড়াছড়ি সদর থানায় একাধিক মামলা রয়েছে। তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।

 

আইনশৃঙ্খলা রক্ষা ও অপরাধ দমনে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান এ পুলিশ কর্মকর্তা।

পূর্বকোণ/পিআর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট