
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কক্সবাজার-২ (মহেশখালী-কুতুবদিয়া) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী ও দলটির সহকারী সেক্রেটারি জেনারেল এইচ এম হামিদুর রহমান আযাদের মনোনয়ন বাতিল ঘোষণা করা হয়েছে।
শুক্রবার (২ জানুয়ারি) বিকেল ৫টায় কক্সবাজার জেলা প্রশাসকের কার্যালয়ে যাচাই-বাছাই শেষে জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক আব্দুল মান্নান এই ঘোষণা দেন।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বিকেলে যাচাই-বাছাই চলাকালীন এইচ এম হামিদুর রহমান আযাদের বিরুদ্ধে থাকা একটি মামলার তথ্য পর্যালোচনার সময় কিছু অসংগতি দেখা দেয়। এ সময় যথাযথ নথিপত্র দাখিলের জন্য সময় দিয়ে তাঁর প্রার্থিতা স্থগিত রাখা হয়। তবে নির্দিষ্ট সময়ের মধ্যে প্রয়োজনীয় আইনি কাগজপত্র দাখিল করতে না পারায় শেষ পর্যন্ত তাঁর মনোনয়নপত্র বাতিল ঘোষণা করে নির্বাচন কমিশন (ইসি)।
জেলা রিটার্নিং কর্মকর্তা আব্দুল মান্নান সাংবাদিকদের বলেন, “মামলা সংক্রান্ত নথিপত্রে অসংগতি থাকায় কক্সবাজার-২ আসনের জামায়াত প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। তবে আইন অনুযায়ী, ৫ জানুয়ারি থেকে ১১ জানুয়ারির মধ্যে তিনি নির্বাচন কমিশনে এই সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করার সুযোগ পাবেন।”
এই আসনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য মোট ৭ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছিলেন। হামিদুর রহমান আযাদ ছাড়াও গোলাম মাওলা নামে আরও একজন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। ফলে বর্তমানে মহেশখালী-কুতুবদিয়া আসনে বৈধ প্রার্থীর সংখ্যা দাঁড়িয়েছে পাঁচজনে।
হামিদুর রহমান আজাদের মিডিয়া শাখার প্রধান মাহাবুব জানান, আর্ন্তজাতিক অপরাধ ট্রাইবুনালের মামলা থেকে অব্যাহতি পাওয়ার কাগজপত্র কমতি থাকায় মনোনয়ন বাতিল হয়েছে। তবে এটি আগামী ৫ জানুয়ারি জমা দিলে মনোনয়নপত্র বৈধ হবে এবং নির্বাচন করতে আর কোন বাধা থাকবে না।
পূর্বকোণ/পারভেজ