চট্টগ্রাম শুক্রবার, ০২ জানুয়ারি, ২০২৬

সর্বশেষ:

ট্রাম্পের অধিকাংশ শুল্ক অবৈধ ঘোষণা মার্কিন আদালতের

ট্রাম্প তিন ক্যাটাগরির পণ্যের ওপর স্থগিত করলেন অতিরিক্ত শুল্ক

অনলাইন ডেস্ক

২ জানুয়ারি, ২০২৬ | ৪:৪৩ অপরাহ্ণ

জীবনযাত্রার ব্যয় নিয়ে ক্রমবর্ধমান উদ্বেগের মধ্যে ট্রাম্প প্রশাসন এক বছরের জন্য কাঠের আসবাব, গৃহসজ্জা ও রান্নাঘরের যাবতীয় সামগ্রীর ওপর স্থগিত করেছে অতিরিক্ত শুল্ক। হোয়াইট হাউস বৃহস্পতিবার (১ জানুয়ারি) এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছে।

ট্রাম্প গত এপ্রিলে কাঠের আসবাব, গৃহসজ্জা ও রান্নাঘরের সামগ্রীর ওপর ধার্যকৃত ‍শুল্ক উন্নীত করেন ২৫ শতাংশে। এরপর অক্টেবরে গৃহসজ্জা ও রান্নাঘরের ব্যবহার্য জিনিসপত্রের ওপর ধার্য শুল্ক বাড়িয়ে ৫০ শতাংশ এবং কাঠের আসবাবের ওপর শুল্ক বৃদ্ধি করা হয় ৩০ শতাংশ পর্যন্ত।

মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ট্রাম্প স্বাক্ষরিত এক নির্বাহী আদেশে জানানো হয়েছিল, এই বর্ধিত শুল্ক আগামী ২০২৬ সালের ১ জানুয়ারি থেকে কার্যকর হবে। তবে গতকাল বৃহস্পতিবারের এক বিবৃতি জানানো হয়েছে, ২০২৬ সালের এক জানুয়ারির পরিবর্তে ২০২৭ সালের এক জানুয়ারি থেকে কার্যকর করা হবে বর্ধিত শুল্ক। এর আগ পর্যন্ত আগের ২৫ শতাংশ শুল্কই জারি থাকবে এই তিন ক্যাটাগরির সব পণ্যে।

হোয়াইট হাউসের এক কর্মকর্তা মার্কিন সংবাদমাধ্যম এবিসিকে জানিয়েছেন, পারস্পরিক বাণিজ্যিক সম্পর্ক রয়েছে, এমন দেশগুলোর সঙ্গে যুক্তরাষ্ট্রের ‘গঠনমূলক আলোচনা’ জারি রয়েছে। তাছাড়া বাসা-বাড়ির জন্য অপরিহার্য আসবাব, গৃহসজ্জা ও রান্নাঘরের সামগ্রীর দাম অতিমাত্রায় বেড়ে গেলে ক্ষুব্ধ হয়ে উঠতে পারে সাধারণ মার্কিনীরা।

এদিকে, দেশটির প্রেসিডেন্ট অক্টেবারে বর্ধিত শুল্ক আরোপের ঘোষণা দেওয়ার পর থেকেই কাঠের আসবাব, গৃহসজ্জা ও রান্নাঘরে ব্যবহার উপযোগী পণ্যগুলোর দাম বাড়ছিল যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ বাজারে। বিভিন্ন পণ্যের ওপর শুল্ক আরোপের কারণে দাম স্থিতিশীল রাখতে ব্যর্থ হওয়ার জন্য তীব্র সমালোচনার মুখেও পড়েছে ট্রাম্প প্রশাসন। সূত্র: এবিসি, আল-জাজিরা

পূর্বকোণ/এএইচ

শেয়ার করুন