চট্টগ্রাম শুক্রবার, ০২ জানুয়ারি, ২০২৬

সর্বশেষ:

লোহাগাড়ায় ট্রেনে কাটা পড়ে প্রাণ গেল একজনের

লোহাগাড়া সংবাদদাতা

২ জানুয়ারি, ২০২৬ | ৩:২৯ অপরাহ্ণ

চট্টগ্রামের লোহাগাড়ায় ট্রেনে কাটা পড়ে মো. আলমগীর নামে একজন নিহত হয়েছেন। শুক্রবার (২ জানুয়ারি) সকালে উপজেলার আমিরাবাদ ইউনিয়নের পশ্চিম আমিরাবাদ রেললাইন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত আলমগীর সাতকানিয়া উপজেলার সদর ইউনিয়নের দক্ষিণ রুপকানিয়া ৯ নম্বর ওয়ার্ডের মৃত কবির আহমদের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে কাজে যাওয়ার সময় তারা চট্টগ্রাম-কক্সবাজর রেললাইনের পশ্চিম আমিরাবাদ এলাকায় একটি লাশ দেখতে পান। সাথে সাথে তারা রেলের কর্মকর্তাদের জানান।

লোহাগাড়া রেলওয়ে স্টেশনে কর্মকর্তা (স্টেশন মাস্টার) দিদার হোসেন বলেন, ডিএসবির এক কর্মকর্তার মাধ্যমে আমরা দুর্ঘটনার বিষয়টি জানতে পারি। লাশ স্থানীয় থানার মাধ্যমে মর্গে পাঠানো হয়েছে।

পূর্বকোণ/মিনহাজ/এএইচ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট